নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মুখ্যমন্ত্রীর জেলা সফরের পর থেকেই চোলাই মদের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেই অভিযান আজও অব্যাহত ছিল। বৃহস্পতিবার পুলিশের সাথে যৌথ অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার হরিনামারি ,ঢাগকাটা , কানাশোল,বাঘাখালি প্রভৃতি এলাকায় উদ্ধার করা হয় প্রচুর পরিমানে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ।জানা গিয়েছে এদিন এই সমস্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় ১১৪ লিটার চোলাই মদ, ৩৬৮০ লিটারর চোলাই, ১৬ কেজি বাখর, ৩৪ টি এলুমিনিয়ামের হাঁড়ি প্রভৃতি।পশ্চিম মেদিনীপুর জেলার আবগারি সুপারিন্টেন্ডেন্ট একলব্য চক্রবর্তী জানান,“এই ঘটনায় দুটি পৃথক স্থান থেকে দুজনকে গ্রেফতারও করা হয়েছে।এদের নাম রানি মুর্মু ও শিবু বাস্কে।” তিনি আরও জানান চোলাইয়ের বিরুদ্ধে অভিযান আগামীদিনেও চলবে।
আরও পড়ুন: ঘাটালে বিজেপির আইন অমান্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584