অপরাধ রুখতে জাল সিম আটক অভিযানে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ

0
105

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

জেলায় অপরাধ রুখতে এবার জাল সিম আটক অভিযানে নামল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মেদিনীপুর কোতওয়ালী থানা বিশেষ সূত্রে খবর পেয়ে এই জাল সিম আটক অভিযানে নেমেছে।

campaign to protest duplicate sim | newsfront.co
নিজস্ব চিত্র

মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া থেকে ৩টি অ্যাক্টিভ, ২৫ টি নন অ্যাক্টিভ সিম এবং ১টি মোবাইল ফোন সহ বেশকিছু জনের পরিচয়পত্রের জেরক্স কপি বাজেয়াপ্ত করল পুলিশ।

একই সাথে বাণ্টি চৌধুরী নামে এক জাল সিম বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। আজ এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানান, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার।

campaign to protest duplicate sim | newsfront.co
ভুয়ো সিম বিক্রেতাকে ধরার পর। নিজস্ব চিত্র

তিনি জানান, বিভিন্ন ধরনের অপরাধে এই ধরনের ভুয়ো সিম কার্ড ব্যবহার হয় এবং এগুলো সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। এই ক্ষেত্রে সিম কার্ড বিক্রেতারা এক ব্যক্তির পরিচয়পত্রের ভিত্তিতে একাধিক সিম কার্ড সক্রিয় করে ফেলে এবং সেই সক্রিয় সিম কার্ড চড়া দামে অন্য কাউকে বিক্রি করে।

আরও পড়ুনঃ অভিযান চালিয়ে ভুটানি বিয়ার উদ্ধার

police super | newsfront.co
দীনেশ কুমার, জেলা পুলিশ সুপার। নিজস্ব চিত্র

পুলিশ সুপার বলেন, এ ধরনের সিম শুধু জেলা নয়, আন্তর্জাতিক স্তরেও অপরাধমূলক কাজে ব্যবহার করা হতে পারে।

তাই জেলা পুলিশ ভুয়ো সিম কার্ড বাজেয়াপ্ত করার অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাবে যাতে পশ্চিম মেদিনীপুর জেলায় একটিও ভুয়ো সিম কার্ড কেউ যেন বিক্রি না করতে পারে। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কোতওয়ালী থানার আইসি পার্থপ্রতিম পাল সহ অন্যান্য পুলিশ কর্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here