বিদ্যালয়ে স্বনির্ভর গোষ্ঠীর ক্যান্টিন, কর্মসংস্থানের নবদিশা

0
113

মনিরুল হক,কোচবিহারঃ

canteen of self help women group | newsfront.co
নতুন ক্যান্টিনে রান্নার আয়োজন।নিজস্ব চিত্র

স্কুলে ক্যান্টিন তৈরি করে স্বনির্ভরতার নতুন দিশা দেখাল কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়।সোমবার এই বিদ্যালয়ে ছাত্রী ও শিক্ষিকাদের স্বল্পাহারের উদ্দেশে এই উদ্যোগ। এইদিন এই ক্যান্টিনের সূচনা করেন কোচবিহার ১ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর চন্দনা মহন্ত।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী গুলির সংযোজক ঝুমুর রায়।

canteen of self help women group | newsfront.co
নবনীতা শিকদার,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।নিজস্ব চিত্র

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি জেলায় কোন একটি স্কুল প্রথম এইধরনের প্রয়াস গ্রহন করেছে।

ক্যান্টিন হওয়ায় খুশি বিদ্যালয়ের ছাত্রীরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা নবনীতা শিকদার বলেন, ‘অষ্টম শ্রেণীর ছাত্রীদের জন্য মিড-ডে-মিলের ব্যবস্থা রয়েছে ঠিকই কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের এই ক্যান্টিন যথেষ্ট উপকারে আসবে।

কারন এতদিন তাঁরা টিফিনের সময়ে বাইরের খোলা উন্মুক্ত খাদ্য গ্রহন করত, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাই ছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

canteen of self help women group | newsfront.co
ঝুমুর রায়।নিজস্ব চিত্র
canteen of self help women group | newsfront.co
রঞ্জিতা দাস।নিজস্ব চিত্র

এই ব্যবস্থাপনায় স্বনির্ভর গোষ্ঠী গুলোকে যুক্ত করায় তারাও কাজের একটি নতুন সন্ধান পেল বলে মন্তব্য করেন ঝুমুর রায়।

পৌরসভার একটি গোষ্ঠীর মহিলারা এই ক্যান্টিনটি পরিচালনা করবে। এই গোষ্ঠীর পক্ষে রঞ্জিতা দাস বলেন, ‘আমরা ছাত্রীদের জন্য সুলভ মূল্যে স্বল্পাহারের জন্য নানাধরনের খাবারের ব্যবস্থা করব।’

আরও পড়ুনঃ বাজেটে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য সুখবর,মিলবে লাখ টাকার লোন

এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাউন্সিলর চন্দনা মহন্ত। তিনি বলেন, ‘উচ্চ বালিকা বিদ্যালয়ের এই উদ্যোগে আমি খুশি। শহরে প্রতিটি স্কুলে এধরণের ব্যবস্থা থাকলে স্বনির্ভর গোষ্ঠী আর্থিকভাবে লাভবান হবে এবং পড়ুয়ারাও উপকৃত হবে।’

বিদ্যালয়ের ছাত্রীরা এদিন স্কুলে ক্যান্টিন পেয়ে নিজেদের খুশি প্রকাশ করে। ছাত্রী ঈশিকা ভৌমিক, মালবিকা সাহা, তমন্না বর্মণ জানায় ১০টায় স্কুলে প্রবেশের পর তাদের স্কুলে ক্যান্টিন না থাকায় খুবই অসুবিধা হত এতদিন। এখন আর এই সমস্যা থাকছেনা এটা ভেবেই ভালো লাগছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here