নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন বিকলাঙ্গ ছেলে- মেয়েদের সুযোগ সুবিধার্থে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাইছে।সেইমতো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের প্রশাসনিক আধিকারিকদের সহায়তায় ব্লকের বিভিন্ন বিকলাঙ্গ ছেলে-মেয়েদের কার্ড বিতরণ করেন।
মূলত স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যাতে বিকলাঙ্গ ছেলে মেয়েরা সহজেই পেতে পারে সেই লক্ষ্যে এই কার্ড বিলি।
এই দিন কোলাঘাট ব্লকের প্রায় ৬০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের কার্ড দেওয়া হয়। এই দিন স্বাস্থ্য দফতর থেকেও তাদের সহযোগিতা করতে বিভিন্ন ক্যাম্প করা হয় যার মধ্যে দিয়ে বিভিন্ন মেডিকেল চেকআপ করা হয়।
আরও পড়ুনঃ হাসাপাতাল চত্বরে রান্না করে লুচি হালুয়া বিতরণ করে ‘সেবা সপ্তাহ’ পালন
বিডিও মদন মন্ডল জানায়, “মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এই ক্যাম্প আগামী দিনেও আমরা চেষ্টা করব এলাকার বিকলাঙ্গদের সুবিধার্থে প্রশাসনিক নানান ব্যবস্থা নিতে।” অন্যদিকে ব্লক সভাপতি তাপস ঘোরোই জানান, “আজকে আমরা ৬০৬ জনকে এই কার্ড বিলি করি,মূলত বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করতে তাদের যাতে অসুবিধা না হয় এবং নানা সরকারি সুযোগ সুবিধা পাওয়ার লক্ষ্যে এই ক্যাম্প।
অন্যদিকে ব্লক যুব সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু বলেন,”আগামী দিনে এইসব বিকলাঙ্গ ছেলে মেয়েদের পাশে আছি,আগামী দিনে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা লাভ করতে পারে সেদিকে লক্ষ্য থাকবে আমাদের।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584