নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বুধবার প্রয়াত সংগীতশিল্পী মান্না দে-র জন্ম শতবর্ষ উদযাপন করা হল আলিপুরদুয়ারে।মান্না দে ছিলেন এক কিংবদন্তি সংগীতশিল্পী হিসেবে সমগ্র ভারতবর্ষে তাঁর কণ্ঠের সুখ্যাতি আজও বর্তমান।
শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর বিশেষ দখল থাকলেও বাংলা ও হিন্দি দুই ভাষার তিনি সমান পারদর্শিতার সাথে গান গেয়েছেন।হিন্দি সিনেমাতে অনেক জনপ্রিয় আধুনিক গান গেয়ে তিনি শ্রোতাদের কাছে আজও অমর।বুধবার সকালে আলিপুরদুয়ারের মান্না দে স্ট্রিটে মান্না দে-র মূর্তিতে মাল্যদান করা হয়।
আরও পড়ুনঃ সাঁওতালি সাহিত্য গুরু সাধু রামচাঁদ মুর্মুর জন্মদিন পালন বিএসপি প্রার্থীর
এদিন সন্ধ্যায় আলিপুরদুয়ার পুরসভা হলে মান্না দে-কে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে এবং সেখানে গান, আলোচনায় অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হবে।মান্না দে গায়ক হিসেবে ছিলেন আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ও সফল সঙ্গীত ব্যক্তিত্ব।মৃত্যুর ছয় বছর পরেও জনপ্রিয়তায় এতটুকু ঘাটতি পড়েনি।কথা গানে আজ তাঁকে সম্মান জানান হলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584