পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
পশ্চিমবঙ্গে গণতন্ত্র না থাকার জন্যই রাজ্যের রাজ্যপালের সঙ্গে সংঘাত লেগেই রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাঘন বটতলীতে এক একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি বলেন পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ভারতের ২৮ টি রাজ্যে ও ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চলের কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে স্বৈরাচারী শাসন চালাচ্ছেন। তিনি বলেন, রাজ্যপাল থাকেন সংবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, সংবিধানের বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য আর সংবিধান ভেঙে যদি কেউ সরকার চালাতে চায় তার পরিণতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করে। তাই রাজ্যে প্রতিদিনই কোনও না কোনও জায়গায় খুন, ধর্ষণ, লুটপাটের মতো ঘটনা ঘটছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এর থেকে মুক্তি পেতে গেলে একমাত্র বিকল্প বিজেপি সরকার।
মুখ্যমন্ত্রীর ফোনে আড়ি পাতা হচ্ছে–মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মাঝে মাঝে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যখন যেটা মনে হয় তখন সেটা করে থাকেন নিজেকে হাইলাইট করার জন্য। যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন তখনও এমনটাই করতেন। আজও তাই করছেন।
আরও পড়ুনঃ এলাকার উন্নয়নে একত্রিত রাজনৈতিক দলগুলি
তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কী করবে তা নিজেই ভেবে উঠতে পারছেন না। কারণ রাজ্যের মানুষের কাছে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন তার একটাও বাস্তবায়িত করতে পারেননি তিনি। তাই কিছু একটা করে সবার নজরে আসতে চাইছেন। তাই এক এক দিন, এক একটা ইস্যু নিয়ে তিনি সরগরম করে তোলেন। আবার সাত দিন পর তিনি নিজেই ভুলে যান সেটি। এটাই তার বৈশিষ্ট্য।
এখানেও থেমে যাননি কেন্দ্রীয় মন্ত্রী। আরও বলেন, ঘুমের ঘোরে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন যে তার ফোনে আড়ি পাতা হচ্ছে। কিন্তু বিরোধী নেতা-নেত্রীরা বলছে তাদের ফোনে আড়িপাতা হচ্ছে না।
আগামী ২৫ নভেম্বর রাজ্যে বিধানসভা উপনির্বাচনের যে তিনটি কেন্দ্রে ভোট হতে চলেছে, সেই তিনটি কেন্দ্রে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে সে ব্যাপারে তাঁরা দাবি জানাবেন কেন্দ্র সরকারের কাছে।
তার কারণ এই রাজ্যের স্কুল নির্বাচনেও খুনের ঘটনা ঘটে। তাই বিধানসভা নির্বাচনে যদি মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই হবে। সেই জন্য তাদের জোরালো দাবি থাকবে, যাতে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584