লাইনে বেঁকে দাঁড়িয়ে থাকার অপরাধে সাধারণ ভোটারকে পেটালো কেন্দ্রীয় বাহিনী

0
65

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

the central officer hit to general voter
আক্রান্ত।নিজস্ব চিত্র

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলি, লাঠির ঘায়ে আহত কয়েকজন ভোটার।এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ২০৭ নং বুথে।অভিযোগ ভোটের, লাইনে বেঁকে দাঁড়িয়ে ছিল এক ভোটার। কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ওই ভোটারের গলা ধরে লাইন থেকে বের করে বেধড়ক মারধর শুরু করে।

the central officer hit to general voter
আক্রমণের চিহ্ন।নিজস্ব চিত্র
the central officer hit to general voter
আক্রান্তর আত্মীয়।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিজেপির পাঁচ সমর্থককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 

এরপরই এই ঘটনা প্রতিবাদ করতে এগিয়ে আসেন অন্যান্য ভোটাররা।কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুরু করে দেয় লাঠি চার্জ এমনকি অভিযোগ শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।

এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।কেন্দ্রীয় বাহিনীর পুলিশের লাঠির ঘায়ে জখম হন আবদুল মান্নান দালাল, রুহুল আলী দালাল, ওদুদ দালাল।এদের নিয়ে আসা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

শুধু লাইন না সকাল থেকেই ওই বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করছিল বলেও অভিযোগ উঠছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here