বিরল প্রজাতির ক্যামেলিয়ন উদ্ধার করে জঙ্গলে ফেরালো ছাত্রী

0
186

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the chameleon rescue from forest
নিজস্ব চিত্র

“বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে”কবির এই কথা যেন পূর্ন মাত্রা পায় এক ছাত্রীর ভাবনায়।বিরল প্রজাতির ক্যামেলিয়নকে রাস্তা থেকে উদ্ধার করে বনেই ছেড়ে দিল পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজের ছাত্রী শম্পা।

the chameleon rescue from forest
শম্পা লোহার ।নিজস্ব চিত্র
the chameleon rescue from forest
ক্যামিলিয়ন।নিজস্ব চিত্র

জামাইষষ্ঠীর দিন যখন রাস্তায় গাড়ি,বাইকের বেশি আনাগোনা তখন পড়ার শেষে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে পায় ছাত্রী শম্পা লোহার।পাশের বাড়ির লোকেরা শনাক্ত করে বলে এটি ক্যামেলিয়ন।ত‍রপরই বনদফতরে জানানোর সিদ্ধান্ত নেয়।ঐ ক্যামেলিয়নটিকে তার বাসস্থান জঙ্গলেই ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ বিশালকার অজগর উদ্ধার

ঘটনা বেলদা বনদফতরের অধিন ছোটমাতকতপুর এলাকায়।যেখানে বিভিন্ন দিক থেকে খবর আসে চোরা শিকারীদের নানা ঘটনার কথা,সেখানে রাস্তা থেকে ক্যামেলিয়ন উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই ছাত্রী।

শম্পা লোহার জানিয়েছেন-“একজন বনের প্রানীকে বনে বেশি মানায়।তাই উদ্ধারের পর বনদফতরের মৌখিক জানিয়ে সিদ্ধান্ত নিই জঙ্গলে ছেড়ে আসার।সেই মত আমাদের বাড়ির পাশে জঙ্গলে ছেড়ে দিয়ে আসি।এটা শুধু আমার নয় সকলের কর্তব্য বন্যপ্রাণী রক্ষার।”
এলাকায় এই বিরল প্রজাতির প্রানী দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ।শম্পার এই ‘মানবিকতা’কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here