বারবিশায় কালীপুজো উপলক্ষে ছৌ

0
63

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

জেলার অসম-বাংলা সীমান্তের কুমারগ্রাম ব্লকের বারবিশা বিবেকানন্দ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ কালী পুজোর মেলা অনুষ্ঠিত হচ্ছে বারবিশা উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে ও বিবেকানন্দ ক্লাবের নিজস্ব মাঠে।

গত ২৮ অক্টোবর মেলা উদ্ধোধন হয় ১৩ দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে মেলার মুক্ত মঞ্চে প্রতিদিনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ।

the chau dance for kali puja in barisha | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, ১৯৭০ সালে এই পুজো ও মেলার প্রথম সূচনা হয়েছিল। প্রতিবছর কালী পুজো ও মেলা বিভিন্ন সমাজসেবা মূলক কাজে উদ্যোগ গ্রহন করে বিবেকানন্দ ক্লাব ।

৫০তম বর্ষ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ ব্যবস্থা করেছে পুজো কমিটি । মঙ্গলবার ও বুধবার রাতে বারবিশা বিবেকানন্দ ক্লাবের মেলার মুক্ত মঞ্চে পুরুলিয়ার ছৌ নৃত্যে দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিল।

the chau dance for kali puja in barisha | newsfront.co
নিজস্ব চিত্র

পুরুলিয়ারর ছৌ শিল্পী সোমনাথ মাহাতো ও তাঁর সম্পাদনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাঁরা প্রথম দিন সংখাসুর বধ ও মহিসাসুর মর্দানি নামে এই দুটি অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত করে ।

আরও পড়ুনঃ হস্তশিল্প প্রতিযোগিতা বর্ধমানে

ক্লাবে কর্মকর্তাদের মুখে জানা গিয়েছে, অতীতের কালী পুজোর মেলা উপলক্ষে ছৌ নৃত্য পরিবেশন হয় মুক্ত মঞ্চে।

ফের বহু বছর পর আবার এই অনুষ্ঠান হয় সাধারণ মানুষের ছৌ নৃত্য দেখার বিষয়ে বিশেষ ভাবে উৎসাহ দেখা গিয়েছে সাধারণ মানুষ আনন্দিত।

মেলায় প্রতিদিন পার্শ্ববর্তী  রাজ্য অসম, ভূটান সহ  আলিপুরদুয়ার কোচবিহারের লক্ষ লক্ষ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পুজোর মেলাকে ঘিরে মেডিকেল  ও বয়স্ক নাগরিক জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here