নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুরঃ
বাজার মুল্যের থেকে কম দামে পাখি প্রজননের ফুল অটোমেটিক ইনট্রোভেশন মেশিন তৈরি করে তাক লাগিয়ে দিল দক্ষিণ দিনাজপুর জেলার দুই যুবক রাকেশ দত্ত ও রহিম মন্ডল।
তারা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় তৈরি করে ফেলেছে আস্ত একটা মেশিন যার সাহায্য বিভিন্ন পাখির ডিম কৃত্রিম উপায় প্রজনন করা যায়। যদিও এই ধরনের মেশিন বাজারে আগে থেকেই আছে কিন্তু সগুলির মূল্য এক থেকে ২ লক্ষ টাকা কিন্তু এই দুই যুবকের তৈরি মেশিন বাজার মুল্যের তুলনায় প্রায় আর্ধেক মূল্য দিতে পারবেন।
রাজ্য সরকার এখন যেখানে পোল্ট্রি শিল্পের উন্নতিতে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সেখানে এই যুবকদের তৈরি মেশিন ছোট ছোট পোল্ট্রি ব্যবসায়িদের অনেকটাই আশার আলো দেখাবে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।
আরও পড়ুনঃ বিদ্যালয়ে ব্যবহৃত ন্যাপকিন ধ্বংসের মেশিনের উদ্বোধন
এই যুবকরা জানিয়েছেন তাদের তৈরি এই মেশিনের মাধ্যমে মাত্র ২৭ দিনে এক থেকে দেড় লক্ষ পাখির ডিম কৃত্রিম উপায় প্রজনন করা যাবে।
এই যুবকদ্বয় আরও জানান রাজ্যের বেকার সমস্যা মেটাতে ও পোল্ট্রি শিল্পে আমুল পরিবর্তন আনতে পারে তাদের তৈরী এই মেশিন। পোল্ট্রি শিল্পের উন্নতিতে এই যুবকদের মেশিন নিয়ে আশার আলো সঞ্চার হয়েছে জেলার ছোটো বড় পোল্ট্রি খামার গুলিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584