নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
চিতাবাঘের মৃত্যু হল বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। মঙ্গলবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া চুনিয়াঝোরা চা বাগানের ৩ নং সেকশনে থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়।
সূত্রের খবর, এদিন সকালে চুনিয়াঝোরা চা বাগানের তিন নম্বর লাইনের জঙ্গল ঘেঁষা কম্পার্টমেন্টে লেপার্ডের নিথর দেহ পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ঢিঁল ছোঁড়া দূরত্বে রয়েছে জনবসতি। লেপার্ডটির গলায় রেডিও কলার পরানো রয়েছে। আপাতত ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বক্সা বাঘ বনের আধিকারিকরা।
বন দফতর সূত্রে খবর, “মৃত্যুর সঠিক কারন এখনও জানা যায়নি। চিতার মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। গরুমারা থেকে এই চিতা এনে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল। পর্যবেক্ষনের জন্য চিতার গলায় রেডিও কলার পড়ানো ছিল।”
উল্লেখ্য, এই চিতাবাঘটির গলায় রেডিও কলার পরিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল। গরুমারা জাতীয় উদ্যান থেকে চিতাটিকে এনে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের জঙ্গলে ছাড়া হয়েছিল। গলায় আঁটোসাঁটো করে লাগানো রয়েছে “রেডিও কলার”, সযত্নে পরিয়েছিল বক্সা বনবিভাগ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584