শিল্পে দেশে এক নম্বরে থাকবে বাংলা দিঘায় জানালেন মুখ্যমন্ত্রী

0
47

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

 

শিল্পের আঙিনায় দেশজুড়ে যখন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ঘনিয়ে রয়েছে তখন বাঙলায় শিল্পায়নের প্রসারে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের  দিঘার কনভেনশন সেন্টারে ২০ টি দেশের তাবড় বাণিজ্য প্রতিনিধিদের উপস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বাণিজ্যের সুনিশ্চিত অবস্থা তুলে ধরেন।

pic 1| newsfront.co
বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী বলেন, ’আমি ২০ টি দেশের (বাংলাদেশ, নেপাল, ভুটান) শিল্পপতিদের অভিনন্দন  জানাই। তাঁরা সবাই আমাদের সহযোগিতা করেছে।ফিকি, এমএসেপি- সমস্ত বিজনেস সেক্টর তাঁদের মূল্য সময় দিয়েছে। এমএসেমি ৩ লক্ষ কোটি বিনিয়োগ করেছে।তার ফলে বহু কর্মসংস্থান বাড়বে।‘

 

তিনি আরও বলেন, ‘আমি কেন্দ্রের রেলমন্ত্রী থাকাকালীন বাংলায় রেলের কোচ ফ্যাক্টরি তৈরি করেছি। আমাদের বাংলায় খাদি প্রোডাক্ট ৩০ শতাংশ হয়েছে।আমরা রাজ্যে বহু ‘কর্মতীর্থ’ বিনা পয়সায় দিয়েছি। ক্ষুদ্র,মাঝারি শিল্প খুবই গুরুত্বপূর্ণ।স্কিল ডেভলপমেন্ট খুবই উন্নত।‘

pic 2| newsfront.co
সম্মেলন। নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ভবিষ্যতে বাংলা শিল্পে ভারতের মধ্যে এক নম্বর স্থানে থাকবে। তাজপুর গভীর সমুদ্র বন্দর হলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। আগামী একশো বছর রাজ্যে বিদ্যুতের ঘাটতি হবে না।‘

মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগে প্রতিদিন বিদ্যুতের লোডশেডিং হত।সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “ব্যবসা হল পরিবারের মতো।তাই আপনাদের পরিবারের কথা ভেবে এরাজ্যে বিনিয়োগ করুণ।বিনিয়োগের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে।বাংলায় ব্যবসা করার কোন সমস্যা নেই।”

আরও পড়ুনঃগ্রামসভায় বিপুল মানুষের উপস্থিতি মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েতে

মুখ্যমন্ত্রী জানান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলেই কিছু হয় না। আমরা সবাই মানুষ।আগামী ২০২০ সালের ১৫ ও ১৬ ডিসেম্বর দিঘায় ‘গ্লোবাল বেঙ্গল  বিজনেস সামিট’ দিঘায় হবে মুখ্যমন্ত্রী জানান।পাশাপাশি এ দিন দিঘার ‘বেঙ্গল বিজনেস কনক্লেভ’ এ আয়োজিত শিল্প সম্মেলনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here