নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ফের কেরালা রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের তুলনা করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এলাকায় এসে এক প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেন বর্তমানে রাজ্যে যেভাবে উন্নয়ন হয়েছে আগামী ৩০ বছরেও সেই উন্নয়ন হয়নি।
তিনি আরো কটাক্ষ করে বলেন কেরালা রাজ্যে এক শ্রমিকের বেতন নিম্নতম ৬০০ টাকা, কেরালা রাজ্য যা শ্রমিকদের জন্য করতে পারে এ রাজ্য কোন দিন তা পারবেনা, শুধু তাই নয় তিনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন যদি কেরালার রাজ্য শ্রমিকদের ফসলের দাম ন্যায্য মূল্য দিতে পারে তুমি কেন দিতে পারবে না? এভাবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন সুজন চক্রবর্তী।
আরও পড়ুনঃতৃণমূলের দুই কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে
এদিন দ্রব্যমূল্য বৃদ্ধির নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি সুজন চক্রবর্তী। তিনি বলেন গত আট বছরে যে হারে দৈনিক জিনিসপত্রের দাম বেড়েছে, এ নিয়েও তিনি এখন বলেন পেট্রোল দাম ডবল, গ্যাসের দাম ডবল, পেঁয়াজের দাম দেড়শ টাকা ছুঁই ছুঁই।
শুধু তাই নয় বিদ্যুতের বিল নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন ভারতবর্ষের সবথেকে বিলের হার বেশি পশ্চিমবাংলায় তুমি নবান্ন বসে কি করছ?এমনিভাবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584