মনিরুল হক, কোচবিহারঃ
গোঙ্গানির শব্দ শুনে রক্তাক্ত অবস্থায় বস্তা বন্দী থাকা এক নাবালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন স্থানীয় বাসিন্দারা।আজ কোচবিহার কোতোয়ালি থানার শুকটাবাড়ি এলাকার কালীগঞ্জের মিল সংলগ্ন একটি জঙ্গল ঘেরা নালার মধ্যে বস্তা বন্দী অবস্থায় ওই নাবালক পড়েছিল।
তাকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।কথা বলতে না পারায় বছর দশেকের ওই নাবালকের পরিচয় জানা যায় নি।নাবালকের পরনে রয়েছে জিনসের প্যান্ট।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীগঞ্জের একটি স-মিল লাগোয়া জঙ্গল ঘেরা নালার নীচে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে ফেলে রাখা হয়েছিল।এদিন সেখান দিয়ে কয়েকজন যাওয়ার সময় গোঙ্গানির শব্দ শুনতে পান। তারপরেও বিষয়টি জানাজানি হতেই তাকে সেখান থেকে তুলে আনা হয়। এরপরেই বস্তা খুলে দেখতে পারে গলায় ধারাল কিছু দিয়ে আঘাত করা হয়েছে।
আরও পড়ুনঃ নিজের ঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার,পুলিশের ভূমিকায় ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।কথা বলতে পারছে না।ওই অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে।ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে।খবর পেয়ে হাসপাতালে এসেছে পুলিশও।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই নাবালক তাদের এলাকার নয়।কাজেই তাকে কেউ চিনতে পারছেন না। কথা বলতে না পারায় তার পরিচয় জানা যায় নি।কি করে ওই ঘটনা ঘটল,সেটাও বুঝতে পারছে না বাসিন্দারা। তবে পুলিশ ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584