পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ট্রেকারের ধাক্কায় শিশুমৃত্যুকে কেন্দ্র করে রবিবার রণক্ষেত্রের চেহারা নিল চোপড়া থানার দাসপাড়া।ঘটনায় ট্রেকারে আগুন,গুলি বোমাবাজিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় রেফ কমব্যাট ফোর্স।উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়।ঘটনায় এক পুলিশ কর্মী সহ জখম দুই।সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয় তার সাথে দুটি মোবাইল জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা।
জানা গিয়েছে, এদিন টিউশন পড়ে চোপড়া থানার ফকির বস্তি এলাকায় বাড়িতে ফেরার পথে দাসপাড়া এলাকায় ট্রেকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জুনেদ আলম (৬)নামে স্কুল পড়ুয়ার।খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় উন্মত্ত জনতা ট্রেকারটিতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।সাধারণ জনতা ট্রেকারে অগ্নিসংযোগে বাধা দেওয়াতে দুপক্ষের বচসা রণক্ষেত্রে পরিণত হয়।
দুপক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি,গুলি বোমা চলে বলে অভিযোগ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। নামানো হয় রাপ কমব্যাট ফোর্স।
আরও পড়ুনঃ বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত কর্তব্যরত হোমগার্ড
উন্মত্ত জনতার ছোড়া ইটের আঘাতে গুরুতর জখম হন চোপড়া থানার এএসআই পবিত্র কুন্ডু।পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ।ওই সেলের আঘাতে গুরুতর জখম এক গ্রামবাসী।ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ট্রেকারটিকে আটক করেছে পুলিশ তবে চালক পলাতক।এদিকে কোনও মতে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584