শহরকে জঞ্জালমুক্ত রাখতে সাফাই অভিযানে খোদ পৌরপতি

0
44

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

শহরকে জঞ্জালমুক্ত রাখতে এবং ডেঙ্গু,ম্যালেরিয়ার মতো মশা বাহিত রোগ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবার এগিয়ে এলো কালিয়াগঞ্জ পৌরসভা।পৌরসভার উদ্যোগে আজ কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী স্কুল মাঠের জঞ্জাল সাফাই অভিযানে নামল কালিয়াগঞ্জ পৌরসভা।

সকাল থেকে সেই উপলক্ষ্যে পৌরসভার সাফাই কর্মীদের সাথে নিয়ে খোদ পৌরপতি কার্তিক চন্দ্র পাল নিজের হাতে লাগলেন জঞ্জাল সাফাই করতে।দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ এর পার্বতী সুন্দরী স্কুল মাঠ এক জঞ্জালে পরিণত হয়ে গিয়েছিল।চারিদিকে নোংরা আবর্জনা ভরে থাকায় স্কুলে আসা ছাত্রছাত্রীরা বেশ কিছুদিন ধরেই একটা আতঙ্কের মধ্যে হয়েছিল।

নিজস্ব চিত্র

একটি বর্ষার মৌসুম চলছে তারপরে বিভিন্ন জায়গায় যেমন সাপের উপদ্রব বেড়ে গেছে তেমনি স্কুল চত্বরে যেভাবে জঙ্গলে ভরে গিয়েছে তাতে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে একটা ভয়ের আতঙ্ক বিরাজ করছিল।কারণ একটাই যেভাবে জঙ্গল রয়েছে তাতে একদিকে যেমন মশাবাহিত রোগ ডেঙ্গু ম্যালেরিয়া ছড়াতে পারে তেমনি স্কুলের মধ্যে বিষাক্ত সাপ ও যে কোন সময় প্রবেশ করতে পারে।

সেদিকে লক্ষ্য রেখে আজ কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পতি কার্তিক চন্দ্র পাল নিজে উদ্যোগ নিয়ে এই সাফাই কর্মীদের সাথে নিয়ে সকাল থেকে ব্যস্ত হয়ে পড়লেন এই স্কুল মাঠের চারদিকে যে জঙ্গল গুলো রয়েছে তার সাফাই অভিযান করতে। পৌরপতি কার্তিক চন্দ্র পাল তার বক্তব্যে বলেন নির্মল কালিয়াগঞ্জ গড়ার লক্ষ্যে কালিয়াগঞ্জ পৌরসভা বদ্ধপরিকর।

কার্তিক চন্দ্র পাল,পৌরপতি।নিজস্ব চিত্র

তাই শহরকে জঞ্জালমুক্ত করে গ্রীনসিটি এবং ক্লিনসিটি বানাতে তিনি এখন বিশেষ উদ্যোগ নিয়েছেন কালিয়াগঞ্জ শহরে।তাই সম্প্রতি যেমন কালিয়াগঞ্জ স্টেশন সংলগ্ন জায়গায় জঙ্গল সাফাই করে সেখানকার পরিবেশ সুন্দর করে তুললেন তেমনি আজ পার্বতী সুন্দরী স্কুল চত্বরে দীর্ঘদিনের জঙ্গল সাফ করে স্কুলের ছাত্রছাত্রীদের মনে একটা বার্তা দিলেন যে পৌরসভা তাদের পাশে সব সময় রয়েছে।

পৌরপতি আরো বলেন,এদিন এই জঙ্গল সাফাই অভিযানে একদিকে যেমন ফগ মেশিন ব্যবহার করা হয়েছে তেমনি মশাবাহিত রোগ যাতে না ছড়ায় তার জন্য এক ধরনের তেল ও বিভিন্ন জায়গায় ছিটানো হয়েছে।পৌরপতি জানান আগামী দিনে কালিয়াগঞ্জ শহরে যাতে কোথাও কোন জঙ্গল না থাকে তার জন্য তারা আজকের মত করে বিশেষ অভিযান চালাবেন।

আরও পড়ুনঃ প্রশাসনের উদ্যোগে সাফাই অভিযান জলঙ্গীতে

তিনি বলেন খুব শীঘ্রই যেমন কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুল, মনমোহন গালস হাই স্কুল এবং মিলনময়ী গার্লস স্কুলে জঙ্গল সাফাই করবেন তারা তেমনি এর পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরের চত্বরেও তারা বিশেষ অভিযান চালিয়ে সেখানেও জঙ্গল সাফাই করবেন।

পৌরপতি জানান এই কাজে তাকে যোগ্যভাবে সহযোগিতা করছে পৌরসভার সাফাই কর্মীরা।তারা দায়িত্ব সহকারে সব জায়গায় জঙ্গল সাফাই করছেন।

পৌরপতি বলেন কালিয়াগঞ্জ শহর কে জঞ্জাল মুক্ত রাখতে একদিকে যেমন পৌরসভার ভূমিকা রয়েছে তেমনি ভূমিকা রয়েছে সাধারণ নাগরিকদের।তাই তারা অযথা যেখানে সেখানে যাতে নোংরা না ফেলে নির্দিষ্ট ভাবে পৌরসভার যে ট্রাক্টর গুলি এবং গাড়ি গুলি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিদিন যাচ্ছে নোংরা আবর্জনা সংগ্রহ করতে সেখানে যাতে শহরের নাগরিকরা তাদের আবর্জনা গুলি ফেলে।

তিনি বলেন কালিয়াগঞ্জ কে সুন্দর রাখার দায়িত্ব সকলের।তাই সকলকে অনুরোধ করেন তিনি এই অভিযানের সামিল হয়ে কালিয়াগঞ্জ কে একটি সুন্দর শহর গড়ে তুলতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here