তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

গত ১৫ই মে থেকে ১৭ই মে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগীতায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শিশু নৃত্য শিল্পী(প্রতিবন্ধী)অদ্রিজা দাস অংশগ্রহণ করে।সেখানে বিভিন্ন দেশের শিশু নৃত্য শিল্পীদের মধ্যে শ্রেষ্ঠত্বের “সৌরপ্রভা” সম্মান অর্জন করে শুধু কালিয়াগঞ্জ নয় রাজ্যের মুখ উজ্জ্বল করতে সমর্থ হয়।শিশু শিল্পী অদ্রিজা দাসকে পুরস্কার প্রদান করেন পদ্মশ্রী সরোজা বিদ্যানাথন।
অদ্রিজার মা দেবশ্রী দাস(সরকার) জানায় ভারতের ছত্রিশগর নিত্যধাম সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক স্তরের এই নৃত্য প্রতিযোগীতায় পাঁচটি দেশের নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করে।দেবশ্রী দেবী আরও বলেন,তার মেয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও সাধারণ বিভাগে সে নৃত্য প্ৰতিযোগীতায় অংশগ্রহণ করে।জানা যায় অদ্রিজা প্রথম থেকেই উত্তরবঙ্গের প্রতিষ্ঠিত নৃত্য শিক্ষিকা বাণী চক্রবর্তীর কাছেই নৃত্যের তালিম নিয়ে থাকে।অদ্রিজা আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
আরও পড়ুনঃ বিশ্ব নৃত্য দিবস উপলক্ষ্যে নৃত্য কর্মশালার আয়োজন
‘সৌরপ্রভা’ নৃত্য সম্মান পাওয়ায় তিনি গর্ব অনুভব করছেন বলে জানান।শিক্ষিকা বাণী চক্রবর্তী বলেন, অদ্রিজা ভবিষ্যতে আমাদের দেশের অনেক বড় নৃত্য শিল্পী হবে বলেই তার দৃঢ় বিশ্বাস।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন, “শিশু নৃত্য শিল্পী অদ্রিজা দাস আমাদের জেলার গর্ব।এত অল্প বয়সে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় আমরা কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলাবাসী হিসেবে গর্বিত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584