ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা,গৌরাঙ্গ খুনের ঘটনায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

0
644

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

the civic volunteer arrested of gourango murder case
সরজমিন তদন্তে পুলিশ।নিজস্ব চিত্র

গতকাল রাত্রি আটটা নাগাদ কান্দি মহকুমার যশোহরি-আনোখা ২ নং গ্রাম পঞ্চায়েতের রুদ্রবাটি গ্রামের বাসিন্দা সক্রিয় তৃণমূল কর্মী গৌরাঙ্গ মন্ডল দুষ্কৃতীদের ছোঁড়া বোমা গুলিতে নিহত হন।তিনি ব্লকের দলীয় কার্যালয় থেকে বাড়ি যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে পেছন থেকে তার ওপর দুটি বোমা ও তিন রাউন্ড গুলি ছোড়া হয়।ঘটনাস্থলেই মারা যায় গৌরাঙ্গ।

the civic volunteer arrested of gourango murder case
উদ্ধার হওয়া বোমা।নিজস্ব চিত্র
the civic volunteer arrested of gourango murder case
নিজস্ব চিত্র

রাত্রের এই ঘটনার পর আজ সকালে কান্দী থানার পুলিশ এলাকা সরজমিনে তদন্ত করতে গিয়ে ঘটনাস্থল থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে একটি তাজা বোমা উদ্ধার করে।সেখানে এলাকার বেশ কিছু মানুষ হয় সেখানে উপস্থিত ছিলেন।দেখা যায় রাস্তার পাশে একটি খেত থেকে কুমড়ো গাছের নিচে বোমাটি রাখা ছিল।

আরও পড়ুনঃ তৃণমূল নেতার বাড়ির পাশ থেকে উদ্ধার ত্রিশটি তাজা বোমা

the civic volunteer arrested of gourango murder case
এখনও লেগে রক্তের দাগ।নিজস্ব চিত্র

পুলিশের অনুমান যে,গতকাল রাত্রে দুষ্কর্ম করার নিমিত্তেই দুষ্কৃতীরা বোমাটি রেখেছিল।ঘটনা ঘটে যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অব্যবহৃত বোমাটি ফেলে রেখে পালিয়ে যায়।এই খুনের ঘটনায় স্থানীয় রুদ্রবাটি গ্রামের পরিস্থিতি উত্তপ্ত।

the civic volunteer arrested of gourango murder case
ঘটনাস্থল।নিজস্ব চিত্র

এই ঘটনায় কান্দী থানায় চারজনের নামে লিখিত অভিযোগ জমা পড়ে।এর মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ।ধৃত সুখেন পাল দীর্ঘ কয়েক বছর যাবৎ কান্দী থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here