রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
গতকাল রাত্রি আটটা নাগাদ কান্দি মহকুমার যশোহরি-আনোখা ২ নং গ্রাম পঞ্চায়েতের রুদ্রবাটি গ্রামের বাসিন্দা সক্রিয় তৃণমূল কর্মী গৌরাঙ্গ মন্ডল দুষ্কৃতীদের ছোঁড়া বোমা গুলিতে নিহত হন।তিনি ব্লকের দলীয় কার্যালয় থেকে বাড়ি যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে পেছন থেকে তার ওপর দুটি বোমা ও তিন রাউন্ড গুলি ছোড়া হয়।ঘটনাস্থলেই মারা যায় গৌরাঙ্গ।
রাত্রের এই ঘটনার পর আজ সকালে কান্দী থানার পুলিশ এলাকা সরজমিনে তদন্ত করতে গিয়ে ঘটনাস্থল থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে একটি তাজা বোমা উদ্ধার করে।সেখানে এলাকার বেশ কিছু মানুষ হয় সেখানে উপস্থিত ছিলেন।দেখা যায় রাস্তার পাশে একটি খেত থেকে কুমড়ো গাছের নিচে বোমাটি রাখা ছিল।
আরও পড়ুনঃ তৃণমূল নেতার বাড়ির পাশ থেকে উদ্ধার ত্রিশটি তাজা বোমা
পুলিশের অনুমান যে,গতকাল রাত্রে দুষ্কর্ম করার নিমিত্তেই দুষ্কৃতীরা বোমাটি রেখেছিল।ঘটনা ঘটে যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অব্যবহৃত বোমাটি ফেলে রেখে পালিয়ে যায়।এই খুনের ঘটনায় স্থানীয় রুদ্রবাটি গ্রামের পরিস্থিতি উত্তপ্ত।
এই ঘটনায় কান্দী থানায় চারজনের নামে লিখিত অভিযোগ জমা পড়ে।এর মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ।ধৃত সুখেন পাল দীর্ঘ কয়েক বছর যাবৎ কান্দী থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584