ভাতারে স্পিড ব্রেকারের দাবি

0
158

সুদীপ পাল, বর্ধমানঃ

claim about speed breaker | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

পূর্ব বর্ধমানের একটি গুরুত্বপূর্ণ জনবহুল ব্লক ভাতার। এই ব্লকের মধ্যে দিয়ে বর্ধমান-কাটোয়া, বর্ধমান-বহরমপুর বাদশাহী সড়ক, বর্ধমান-বোলপুর ২বি জাতীয় সড়কের মত বড় সড়কগুলি গেছে।

অথচ সড়কগুলির গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ পোস্টিং নেই বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ভাতার ব্লকের নাসিগ্রাম মোড়, ফায়ার ব্রিগ্রেড মোড়ের মত নানা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো বন্দোবস্ত নেই।

আরও পড়ুনঃ আর্ট কলেজ-গ্যালারির দাবিতে পথে চিত্র প্রদর্শনী

নিত্যযাত্রীদের অভিযোগ, এই এলাকার গত কয়েক বছর ধরে পথ দুর্ঘটনা বেড়েছে। বিগত কয়েক দিনে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। একদিকে তীব্র গতিতে যানবাহন চলাচল অন্যদিকে বেপরোয়া ভাবে রাস্তা পারাপার করে দুর্ঘটনা বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পাটনা মোড়, বলগোনা, মুরাতিপুরের মতো বেশ কয়েকটি জায়গায় সারাক্ষণ পুলিশ মোতায়েন সম্ভব না হলেও অন্তত দিনের ব্যস্ত সময় ট্রাফিক পুলিশ মোতায়েন থাকুক। বাসিন্দাদের আর্জি এলাকার যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য স্পিডব্রেকার লাগানো হোক।

ট্রাফিক মোতায়েন করলে যানজট এবং দুর্ঘটনা কমবে বলে আশা প্রকাশ করছেন ভাতারের বাসিন্দারা। ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিখিলেশ্বর মাজি বলেন, লিখিত আবেদন পেলে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে তিনি কথা বলবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here