সাত জেলা সহ উত্তরবঙ্গ রাজ্য গঠনের দাবি

0
717

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

উত্তরবঙ্গকে কোন দিনও সুইজারল্যান্ড বানানো যাবেনা।যা বানানো যাবে তা হল উত্তরবঙ্গকে পৃথক রাজ্য।সেটাই উত্তরবঙ্গের মানুষের মনের কথা।তাই উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে উত্তরবঙ্গ আলাদা রাজ্য করার দাবি জানালেন উত্তরবঙ্গ রাজ্য সংগ্রাম পরিষদের রাজ্য সম্পাদক রবীন্দ্র নারায়ণ চৌধুরী।

টেলিফোনে এক প্রশ্নের উত্তরে নারায়ণ চৌধুরী জানান, “উত্তরবঙ্গকে আলাদা করবার দাবি নিয়ে খুব শীঘ্রই বড়সড় আন্দোলনে নামতে চলেছে উত্তরবঙ্গের ৭টি জেলাকে নিয়ে উত্তরবঙ্গ রাজ্য সংগ্রাম পরিষদ।নারায়ণ চৌধুরী বলেন, “স্বাধীনতার ৭০বছর পরেও উত্তরবঙ্গের মানুষদের নিয়ে ভারত-বাংলাদেশের ছিট মহলের বাসিন্দাদের অনুরুপ মনে করে আসছে রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার।অসম ভেঙে যদি ৮টি রাজ্য তৈরী করা যেতে পারে তাহলে কেন উত্তরবঙ্গের ৭টি জেলাকে নিয়ে উত্তরবঙ্গ পৃথক রাজ্য করা যাবেনা?”

নারায়ণ বাবু বলেন, “সপ্তদশ লোকসভা নির্বাচন পর্ব মিটে যাবার পর তাদের সংগঠন আন্দোলনের রূপরেখা তৈরী করে ৭টি জেলা ব্যাপী আন্দোলনে নামবেন বলে জানান নারায়ণ চৌধুরী।নারায়নবাবু জানান বাজপেয়ি সরকারের আমলেই দেশে ৫টি নুতন রাজ্য গঠন করা হয়েছে।

কেন্দ্রে নুতন সরকার গঠনের পর নুতন কেন্দ্রীয় সরকার কি উদ্যোগ গ্রহণ করে তা দেখেই উত্তরবঙ্গ পৃথক রাজ্য গঠনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে জানা যায়।তিনি জানান,”এই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় একজন মুখ্যমন্ত্রী হয়ে উত্তরবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত এইমস নামক হাসপাতালকে উত্তরবঙ্গে হতে না দিয়ে যে ভাবে কল্যাণীতে করবার জন্য নিয়ে গেলেন তখন আর বুঝতে অসুবিধা হয়না তিনি যে উত্তরবঙ্গের মানুষদের কোন চোখে দেখেন তা কারো বুঝতে অসুবিধা হতে পারেনা।

উনি যদি উত্তরবঙ্গের মানুষদের ভালো চাইতেন তাহলে রায়গঞ্জের পানিসালায় না করেও উত্তরবঙ্গের যেকোন স্থানে তা করে দিতে পারতেন।এইমস হলে শুধু উত্তরবঙ্গ কেন উত্তরপূর্বাঞ্চলের মানুষের সাথে সাথে বাংলাদেশের মরনাপণ্য রোগীরা এর থেকে এক সময় উপকৃত হতে পারতো।তাতে কেন্দ্রীয় সরকারের সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হতে পারতো।

কিন্তু সে সব চিন্তা ভাবনা তার মাথায় না থেকে এইমস উত্তরবঙ্গে কেন হবে,এখানে কি কোন মানুষ থাকে।তাই যেখানে মানুষ থাকে সেখানেই তিনি নিয়ে গেছেন।আমাদের উত্তরবঙ্গের মানুষদের ভালো চিকিৎসার প্রয়োজন নেই।একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মনোভাব পোষণ করেন তাহলে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ কে নিয়ে আলাদা করে ভাববে না বলতে পারেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here