নওদা শক্ত ঘাঁটি দাবি কংগ্রেসের,পাল্টা প্রচারে তৃণমূল

0
148

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

the claim of congress about noida
নিজস্ব চিত্র

আগামী ২০ ই মে বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে নওদা বিধানসভা এলাকায় বিভিন্ন দল প্রচার চালাচ্ছে জোর কদমে।গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও ৭৪ নং নওদা বিধানসভা ক্ষেত্রটি কংগ্রেসের অধিকারে ছিল। কিন্তু ২০১৯ এর লোকসভা নির্বাচনে আবু তাহের খান দলত্যাগ করে শাসকদল তৃণমূলের হয়ে মুর্শিদাবাদ লোকসভা আসনে লড়াই করাই নওদায় অকাল বিধানসভা নির্বাচন এসে পড়ে।

the claim of congress about noida
তৃণমূলের রোড শো। নিজস্ব চিত্র
the claim of congress about noida
মুখোমুখি দুই দলের প্রচার গাড়ি। নিজস্ব চিত্র

এবারে এই আসনে নির্বাচনী লড়াই চতুর্মুখী হলেও মূল প্রতিপক্ষ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ।কংগ্রেস এই আসনে ব্লক সভাপতি সুনীল মন্ডলকে মনোনীত করেছেন।অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উঠে এসেছেন জেলা পরিষদ সদস্য সাহিনা মমতাজ খাঁন এর নাম।বামফ্রন্ট ও বিজেপি প্রার্থীরা হলেন যথাক্রমে সিরাজুল ইসলাম এবং অনুপম মন্ডল।

আরও পড়ুনঃ বাম প্রার্থীর সমর্থনে প্রচারে নামলেন ইয়েচুরি

the claim of congress about noida
সোমবার রোড শো’তে
কংগ্রেস প্রার্থী সুনীল মন্ডল, সাহাবুদ্দিন মোল্লা,অভিজিৎ মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র

সাহিনা মমতাজ রাজ্যের প্রাক্তণ কৃষি মন্ত্রী নাসিরুদ্দিন খাঁন এর পুত্রবধূ।এই বিষয়টিই তাকে অন্যান্য প্রার্থীদের থেকে এগিয়ে দিচ্ছে।প্রধান বিরোধী কংগ্রেস অবশ্য দাবি করছে আসনটি তাদের জেতা আসন।নওদা কংগ্রেসের শক্ত ঘাঁটি।আর শাসকদলের চাপা গোষ্ঠীকোন্দল তাদেরকে বাড়তি সুবিধা দেবে।

প্রসঙ্গত প্রার্থী পদ নিয়ে মন কষাকষি দুই দলেই ছিল।তৃণমূলের নওদা ব্লক সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন যেমন খোলামেলা ভাবেই ইচ্ছা প্রকাশ করেন ঠিক তেমনই প্রার্থীপদ না পাওয়ায় কংগ্রেসের সাহাবুদ্দিন মোল্লাও মনক্ষুণ্ন হয়েছিলেন। পরবর্তীতে যদিও দুজনেই নিজ নিজ দলীয় প্রার্থীর হয়ে সক্রিয়ভাবে প্রচারে নেমেছেন।তবে নওদার চার বারের বিধায়ক আবু তাহের খাঁন এবার দলীয় প্রার্থীর হয়ে সেভাবে প্রচারে অংশ নেননি।তবে গত ১৩ই মে সোমবার আমতলা বাগানে অনুষ্ঠিত হওয়া প্রচার সভাতে জেলা সভাপতির পাশে তার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল।

একে গ্রীষ্মের তাপ তারপর আবার রমজান মাস চলায় এবার প্রচারপর্বে মূলত প্রচারভ্যানই প্রধান ভূমিকা পালন করছে।সারাদিন ধরেই কোনো না কোনো দলের প্রচারভ্যানের মাইক বেজেই চলেছে।এরকম আবহাওয়ার মধ্যেই গত সোমবার কংগ্রেস প্রার্থী সুনীল মন্ডল হুড খোলা গাড়িতে বিভিন্ন অঞ্চলে রোড-শো করেন।এদিন তার সাথে ছিলেন প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায় ও নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তণ সভাপতি সাহাবুদ্দিন মোল্লা।

এরই পাল্টা হিসাবে ১৫ ই মে বুধবার তৃণমূল প্রায় একই কায়দায় রোড-শো এর ব্যবস্থা করে।আজ প্রার্থী সাহিনা মমতাজের সমর্থনে প্রচার পর্বে ছিলেন এবারের বহরমপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অপূর্ব সরকার ও নওদা পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি বিশ্বজিৎ ঘোষ মহাশয়।এদিনের শাসকদলের রোড-শোতে উন্মাদনা ছিল চোখে পড়ার মত।

প্রাক নির্বাচনী প্রচারপর্বে সামান্য হলেও পিছিয়ে পড়েছেন বামফ্রন্ট প্রার্থী সিরাজুল ইসলাম ও বিজেপির তরুণ প্রার্থী অনুপম মন্ডল।আগামী নির্বাচনী প্রচারে তারা কি করে সেটাও দেখার বিষয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here