সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
পানীয় জলের কল বসানো নিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।এই ঘটনায় বিজেপির বুথসভাপতি প্রশান্ত মিদ্দার নামে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।গঙ্গাসাগর গ্রামপঞ্চায়েতের বেগুয়াখালির ১৩৫ ও ১৩৬ নং বুথের ঘটনা।পঞ্চায়েত পারমিশান ছাড়া কল নিয়ে চলছে চাপানউতর।অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা ছিল দ্বীপবাসির, নোনামাটির দেশে বহুদুর থেকে জল আনতে হয় বাসিন্দাদের ।
পরিবর্তনের পর সরকারী সাহায্যে পিএইচই জলের ব্যবস্থা থাকলেও সবসময়ের জন্য মেলেনা পানীয় জল।ফলে আজও জল সঙ্কটে রয়েছেন বাসিন্দারা।সাধারন মানুষের অভিযোগ জলের জন্য বলা হয়েছে কিন্তু আজও মেনেনি সুরাহা। ২০০৯ সালে আইলা বিধ্বস্ত করেছিল সাগরদ্বীপের পশ্চিম প্রান্ত বেগুয়াখালি ,লাইট হাউস । হাজারেরো বেশি বাসিন্দার প্রতিবছর বাঁধ ভাঙা নোনা জলে আতঙ্কিত হয়ে পড়তেন। আজ নির্মিত হয়েছে আইলা বাঁধ।
পুর্নবাসন দেওয়া হয়েছে বাসিন্দাদের । মিলেছে ইলেকট্রিক ও পিএইচই -র জল ।কিন্তু পানীয় জলের ডিপ টিউব কল নেই। ফলে পঁচিশ পরিবারের জল আনতে বহুদুর পারি দিতে হয়।সাধারন মানুষের অভিযোগ বিজেপির বুথ সভাপতি প্রশান্ত মিদ্দা কল বসানোর জন্য চাই চোদ্দ হাজার টাকা।সেখানেই সন্দেহ হয় দ্বীপবাসির।তৃনমূলকে বিষয়টি জানালে আন্দলোন শুরু করে তারা।পঞ্চায়েতের মাধ্যমে তলব করা হয় প্রশান্ত মিদ্দাকে।
আরও পড়ুনঃ কোচবিহারে পানীয় জলের দাবিতে পথ অবরোধ মহিলাদের
সাগরদ্বীপ ব্লকের তৃনমূল যুবসভাপতি অরফে পঞ্চায়েত সমিতির কৃষি সমবায় সেচ দফতরের কর্মাধক্ষ স্বপন কুমার প্রধান অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি রেখেছেন । রাজনৈতিক ফাইদা তুলতে কলের তোপ লাগিয়ে টাকা তোলার কর্মসূচী নিয়েছে বলে দাবি তাদের।বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন বিজেপির জেলা সহসভাপতি সুফল ঘাঁটুর।
স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে গ্রামে কল প্রবেশ করলে খরচ বাবদ কিছু টাকা দিতে হয়,সেকারনে টাকা চাওয়া ।এই এলাকায় আজও মেলেনি কল।ফলে জলসঙ্কটে পরেছেন অনেকে। রাজনৈতিক ফায়দা নয় এটা উন্নয়নের ফায়দা।যদিও বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দেন গঙ্গাসাগর পঞ্চায়েত উপপ্রধান হরিপদ মন্ডলের ।পঞ্চায়েত পারমিশান ছাড়া কিভাবে মানুষের কাছে মিথ্যা বার্তা দিচ্ছে ক্ষতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584