রেলওয়ে ট্রাককে প্লাস্টিক মুক্ত করতে সাফাই অভিযানে আধিকারিক

0
37

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

স্বচ্ছতা অভিযানে রেলের ট্র্যাষক প্লাস্টিকমুক্ত করার অভিযানে নামলেন স্বয়ং রেলের ডিভিশনাল ম্যানেজার।

cleaning campaign on railway track | newsfront.co
নিজস্ব চিত্র

উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে স্বচ্ছতা অভিযান চলছে বহুদিন ধরেই। এবার সেই স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে রেলওয়ে ট্র্যাটক প্লাস্টিক মুক্ত অভিযানে নামলো রেল।

আজ আলিপুরদুয়ার জংশন স্টেশনের অন্তর্গত রেলের ট্র্যািকে এই অভিযানে হাত লাগালেন ডিভিশনের ম্যানেজার কানভের সাই জৈন-সহ রেলের গার্ড, স্টেশন মাস্টার ও অনান্য আধিকারিকগন।

cleaning campaign on railway track | newsfront.co
কানভের সাই জৈন,ডি আর এম । নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সাফাই অভিযান বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

তারা হাতে করে রেলওয়ে যাত্রীদের ফেলা বিভিন্ন ধরনের প্লাস্টিকজাতদ্রব্য পরিস্কার করতে করতে ফিরলেন আলিপুরদুয়ার জংশন স্টেশনে। সেখানে স্টেশনের প্ল্যাটফর্ম যাত্রীসহ রেলের সমস্ত কর্মীদের নিয়ে প্লাস্টিকমুক্ত ভারত গড়ার ক্ষেত্রে একটি সচেতনতামূলক আলোচনাও করেন তারা।

রেলের ডি.আর.এম. কানভের সাই জৈন বলেন, “প্লাস্টিকমুক্ত রেল গঠনে সচেতনতার পাশাপাশি তামাকজাত দ্রব্য সেবনে কড়া ব্যাবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে আরপিএফ কে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here