শিক্ষক শিক্ষন প্রশিক্ষণ কলেজের উদ্যোগে পরিবেশ সচেতনা প্রসারে সাফাই অভিযান

0
99

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

জল বাঁচান, জীবন বাঁচান- এই অঙ্গীকারকে সামনে রেখে ও পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ইদান টিচার্স ট্রেনিং কলেজের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছতা পাখাওয়াড়া’ প্রকল্পে শিক্ষক-শিক্ষার্থীরা একটি ‘র্যা লির আয়োজন করে।

the cleaning campaign with teacher | newfront.co
নিজস্ব চিত্র

এদিন নেকড়া ইদান টিচার্স ট্রেনিং কলেজ থেকে ওই র্যা লি শুরু হয়ে পাঁশকুড়া শহর পরিক্রমা করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। চলে সাফাই অভিযান কর্মসূচি।

আরও পড়ুনঃ রেলওয়ে ট্রাককে প্লাস্টিক মুক্ত করতে সাফাই অভিযানে আধিকারিক

তাতে শিক্ষক- শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা হাত লাগান। ওই কলেজ চত্বর ও রাস্তার ধারে কয়েক কিলোমিটার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সেইসঙ্গে ব্লিচিং পাউডার, ফিনাইল স্প্রে করা হয়।

কলেজের অধ্যক্ষা সোনালিকা ভট্টাচার্য বলেন, “জলসংরক্ষণ ও পরিবেশকে বাঁচাতে এই উদ্যোগ। পাশাপাশি প্লাস্টিক, পলিথিনকে বর্জন করে ‘,গ্রীন জোন’ গড়ে তুলতে হবে।ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের রক্ষা করতে হবে।”
এদিনের আয়োজিত কর্মসূচিতে ছাত্রছাত্রী ও শিক্ষক- শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here