বিশ্ব পরিবেশ দিবসে ডিওয়াইএফআই এর সাফাই অভিযান

0
122

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

the cleaning camping on world environment day
নিজস্ব চিত্র

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে শহরের আবর্জনা পরিষ্কার করল সংগঠনের সদস্যরা।

the cleaning camping on world environment day
নিজস্ব চিত্র

বুধবার সকালে মালদা শহরের রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর সাফাই অভিযান করা হয়। এদিন সকালে রথবাড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করে সংগঠনের সদস্যরা। আবর্জনা পরিষ্কারের পর শহরের বিভিন্ন এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো হয়।সারাদিন ধরে চলে এই সাফাই কর্মসূচি।

the cleaning camping on world environment day
ব্লিচিং ছিটানো হচ্ছে।নিজস্ব চিত্র

ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন এর জেলা সভাপতি বিপ্লব দাস জানিয়েছেন, সারা শহর আবর্জনায় ভর্তি হয়ে আছে।পৌরসভার দৃষ্টি আকর্ষণ করে আবেদন জানান তারা।শহরের আবর্জনা পরিষ্কার করে সুস্থ পরিবেশ তৈরি করুক তারা।

আরও পড়ুনঃ শহরকে দূষণ ও রোগমুক্ত রাখতে সাফাই অভিযান

তিনি বলেন, বিশ্ব পরিবেশ দিবসে তারা বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে সুস্থ পরিবেশ তৈরি করার চেষ্টা করেন।এই উদ্যোগ দেখে সাধারণ মানুষ সচেতন হবেন এবং সাহায্যে এগিয়ে আসবেন বলে আশাবাদী তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here