শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
এলাকায় ফের ডেঙ্গু থাবা বসানো শুরু করতেই এলাকার বাসিন্দাদের ডেঙ্গুর প্রকোপ নিয়ে সচেতনতা চালানোর পাশাপাশি সাফাই অভিযানে হাত লাগালেন খোদ বালুরঘাটের সাংসদ তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
আজ বালুরঘাট শহরের চকভৃগু এলাকার প্রিন্স ক্লাব এলাকায় সকাল নয়টা নাগাদ পৌঁছে যান বালুরঘাটের সাংসদ তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি সেখানে পৌঁছানোর পর তাকে দেখে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিজেপির কর্মীরা ভীড় জমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে এলাকায় অজানা জ্বরের পাশাপাশি বেশ কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আরও জানা গেছে গত কয়েক বছর ধরেই চকভৃগু ও তার আশপাশ এলাকা ময়ামারি, আখিরাপাড়া গ্রামগুলিতে ডেঙ্গু ব্যাপক আকারে দেখা দিয়েছিল। বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে এই ডেঙ্গুর আক্রমনে গত দুই বছরে।
স্থানীয়দের আরও অভিযোগ যদিও শ্রাবনের শেষ থেকে ভাদ্র মাসের দিন গুলিতে এই রোগ প্রত্যেকবছর এই এলাকায় ছড়িয়ে পড়লে ও জেলা স্বাস্থ্য দফতরের তা প্রতিরোধের ব্যাপারে কোন হেলদোল নেই।
আরও পড়ুনঃ ডেঙ্গু সচেতনতায় তৎপর প্রশাসন
বিষয়টি জানতে পেরেই ডেঙ্গু প্রতিরোধ করার উপায় নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতন চালাতে ও সাফাই অভিযানে হাত লাগাতে আজ এলাকায় চলে আসেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
এলাকার বিজেপি নেতা বিপ্লব মন্ডল জানান, চকভৃগু এলাকার প্রিন্স ক্লাব পাড়া থেকে আরম্ভ করে চকভৃগু বাজার হয়ে বিবেকানন্দ ক্লাব পাড়া, আখিড়াপাড়া হয়ে ময়ামারী পর্যন্ত ডেঙ্গুর প্রোকোপ থেকে রক্ষা পেতে জন সচেনতা ও সাফাই অভিযানে হাত লাগান সাংসদ সুকান্ত মজুমদার।
পাশাপাশি সচেতনতার পাশাপাশি বিভিন্ন এলাকায় ব্লিচিং ও ফিনাইল দিয়ে সাফাই অভিযান চালানো হয় বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584