সুদীপ পাল, বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ ও মেমারি ১ এর বিডিওকে নিয়ে জেলা প্রশাসনের নানা অভিযোগ ছিল। এবার তাঁদের ‘ক্লোজ’ করে দুই প্রবিশনারি অফিসারকে বিডিও করতে চেয়ে রাজ্য সরকারের প্রশাসনিক দফতরে চিঠি পাঠিয়েছিল জেলা প্রশাসন। কর্তৃপক্ষ সম্মতি দিতেই জেলার এই দুই বিডিওকে ‘ক্লোজ’ করার নির্দেশ এল।
জানা গিয়েছে, আউসগ্রাম ২ এর বিডিও আধিকারিক উৎসবের মরসুমে জেলা প্রশাসনের কাছে টানা নয় দিনের ছুটি চেয়ে আবেদন করেছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অনুমোদন না পাওয়া সত্ত্বেও তিনি ছুটিতে চলে যান।
যুগ্ম বিডিও বা অন্য কোনও আধিকারিককে তিনি দায়িত্বভার দিয়েও যাননি। বর্ধমান সদর (উত্তর) মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে রিপোর্ট করেন ব্লকেরই কয়েকজন আধিকারিক।
আরও পড়ুনঃ হুমকি নয় ফোনে ‘জয় শ্রীরাম’ বলেছিলেন, দাবি বিজেপি নেতার
অন্যদিকে মেমারি ১ ব্লকে রাজনৈতিক গোলমাল বারবার হলেও তা সামাল দিতে পারছিলেন না বিডিও। শাসকগোষ্ঠী তাঁর বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানায়। এছাড়া শৌচাগার তৈরি, ১০০ দিনের কাজ প্রভৃতি সরকারি প্রকল্প সুষ্ঠুভাবে চালাতে না পারার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
কর্তৃপক্ষ সম্মতি দিতেই ‘ক্লোজ’ করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক (পূর্ব বর্ধমান) বিজয় ভারতী। আউসগ্রাম ২ এর বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাঁর জায়গায় প্রবিশনারি অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন চিরঞ্জিত সরকার এবং মেমারি ১ এর বিডিও বিপুল মন্ডলের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন পূজা দেবনাথ। প্রবেশনারি অফিসারকে দ্রুত দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584