জল নেই, পুজো নিয়ে মাথায় হাত কমিটির

0
47

সুদীপ পাল, বর্ধমানঃ

বর্ষা বিদায় নিয়েছে কিন্তু দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের কুমারমঙ্গলম পার্কের লেক এখনও ভরেনি। ফলে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় পড়েছেন ছট পুজো কমিটির প্রতিনিধিরা।

প্রতীকী চিত্র।

বর্ষায় লেকে সামান্য জল জমেছে। কিন্তু লেকের তলায় জন্মানো আগাছা থেকে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। এই লেকে বহু মানুষ ছট পুজো সারেন।

ছট পূজা উপলক্ষে প্রায় দশ হাজারেরও বেশি মানুষের সমাগম হয় পার্কে। কিন্তু এখন জল প্রায় নেই বললেই চলে। তাই কিভাবে ছট পুজো অনুষ্ঠিত হবে তা নিয়েই চিন্তায় পড়েছেন পুজো কমিটির সদস্যরা।

আটের দশকের মাঝামাঝি দুর্গাপুর স্টিল প্লান্ট বা ডিএসপি টাউনশিপের কেন্দ্রে ৮০ একর জায়গা জুড়ে তৈরি হয়েছিল এই কুমারমঙ্গলম পার্ক। পার্কে রয়েছে বিশাল লেক। এ বারের লেকে জল শুকিয়ে গিয়েছে। দুর্গাপুরের প্রবীণ মানুষরা জানাচ্ছেন, অতীতে এই দশা কখনও হয়নি। বর্ষায় লেক জলপূর্ণ হল না কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

inside the park | newsfront.co
পার্কের ভিতর। নিজস্ব চিত্র

দুর্গাপুর ইস্পাত নগরী ছট পুজো সেবা সমিতির তরফে রাজেশ কুমারের অভিযোগ, কুমারমঙ্গলম পার্কে ঢোকার জন্য ২৫ টাকা করে প্রবেশ মূল্য দিতে হয়। ছট পুজোর সময় সেই নিয়ম থাকে না। তাই পার্ক কর্তৃপক্ষ লেকে জল জমতে বাধা তৈরি করেছেন।

আরও পড়ুনঃ দীপাবলি উপলক্ষে প্রশাসনিক সভা জলঙ্গীতে

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৬ সালে ডিএসপি শর্তসাপেক্ষে পার্কের দেখভাল ও পরিচালনার দায়িত্ব তুলে দেয় একটি বেসরকারি সংস্থার হাতে।

এই সংস্থা ছট পুজো করতে বাধা দিয়েছিল শুরুর দিকে। সেই সংস্থার মেয়াদ শেষ হওয়ার পরে মামলা আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালতের নির্দেশে তারা পিছু হটে।

বেসরকারি সংস্থার দিকে আঙুল তুললেও সংস্থার তরফে দেবাশীষ রায় বলেন, জল শুকিয়ে যাওয়াও এমনিতেই পার্কের আকর্ষণ কমে গিয়েছে। পার্কের গাছ বাঁচাতে বাইরে থেকে জল কিনে এনে সেচ দিতে হচ্ছে। এ অবস্থায় কেউ এরকম অভিযোগ তুললে তা নিতান্তই হাস্যকর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here