মনিরুল হক,কোচবিহারঃ
এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল সি আর পি এফের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের গোবড়াছড়া বাজার এলাকায়।সি আর পি এফের মারে বলাই বর্মন নামে ওই ব্যাবসায়ী আহত হয়ে বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি।আজ হাসপাতালের বেডে শুয়ে আহত ওই ব্যবসায়ী বলাই বর্মন অভিযোগ করে বলেন, রাতে আমি দোকান বন্ধ করে বাড়ীতে যাই। খাওয়া দাওয়ার পর ফের বাজারে পান সুপারি নেওয়ার জন্য আসি। সে সময় সি আর পি এফ এসে পেছন থেকে মারধোর করে।মাথায় আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ি। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে।আহত ওই ব্যাবসায়ির মামী কবিতা বর্মন বলেন,আমি বাড়িতে খাচ্ছিলাম। আমার ভাগ্না রাতের খাওয়া সেরে পান আনতে গিয়েছিল,হঠাৎ বাইরে চিৎকার চেঁচামেচি শুনে বাইরে গিয়ে শুনি বলাইকে সি আর পি এফ মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে।আমরা থানায় অভিযোগ জানাবো।
আরও পড়ুন: নিশীথকে দলে ফেরানোর আশায় বুক বাঁধছে দিনহাটার যুব’রা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584