পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে টাকা নিয়ে ভর্তি ও বিনা টেন্ডারে লক্ষাধিক টাকার কাজের অভিযোগে শুক্রবার টিচার ইনচার্জকে ঘেরাও করে পড়ুয়াদের বিক্ষোভে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ অস্বীকার করে কলেজ কর্তৃপক্ষের দাবী কিছু পড়ুয়ার সাথে বহিরাগতরা মিলে পরিবেশ নষ্ট করছে।
জানা গিয়েছে, এদিন টাকা নিয়ে অনার্স পাইয়ে দেওয়ার পাশাপাশি টিন শেড নির্মাণের ৬০ লক্ষ টাকার প্রকল্প বিনা টেন্ডারে করার অভিযোগে পড়ুয়ারা ইসলামপুর কলেজের টিচার ইনচার্জ কাজল রঞ্জন বিশ্বাসকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।
দীর্ঘক্ষণ বিক্ষোভ চললেও এদিন কথায় কথায় শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশকে ডাকা ঠিক মনে করেননি বলে দাবী কলেজ কর্তৃপক্ষের।
পাশাপাশি পড়ুয়াদের অভিযোগ, তাঁরা কেউ বহিরাগত নয়, তাঁরা প্রত্যেকেই এই কলেজের পড়ুয়া। তাঁদের কাছে রীতিমতো পরিচয়পত্র রয়েছে। তাঁরা যদি বহিরাগতই হতো তাহলে কলেজ কর্তৃপক্ষ পুলিশ ডেকে কেন বের করে দেয়নি। নিজেদের দুর্নীতি ঢাকতে বহিরাগতর বাহানা করছে কলেজ কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ মদ বিক্রির প্রতিবাদে থানা ঘেরাও স্থানীয় গৃহবধূদের
ইসলামপুর কলেজের টিচার ইনচার্জ কাজল রঞ্জন বিশ্বাস বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। যা কিছু হয়েছে পরিচালন সমিতির সভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ীই হয়েছে। কিছু বহিরাগতরা মিলে কলেজের পঠন পাঠনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে চাইছে।
এদিকে পরিচালন সমিতির সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে ফোনে যোগাযোগ করা হলে উনি ফোন ধরেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584