কারন না দেখিয়েই বিজেপি নেতা গ্রেফতারের অভিযোগ

0
72

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগণাঃ

the complaint about arrested bjp leader
থানায় বিক্ষোভ বিজেপি কর্মীদের।নিজস্ব চিত্র

জেলা বিজেপির পশ্চিম ভাগের সহ সভাপতি তথা দলীয় নির্বাচন পর্যবেক্ষক
উমেশ দাস এবং সহ পর্যবেক্ষক জয়দেব দত্তকে গতকাল গভীর রাতে হঠাৎ কোন কারণ না দেখিয়ে বাঁকুড়া থানার পুলিশ,বজবজ এবং মহেশতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে তুলে এনে গ্রেফতার দেখিয়ে বাঁকুড়ায় নিয়ে গিয়েছে।

the complaint about arrested bjp leader
নিজস্ব চিত্র
the complaint about arrested bjp leader
শঙ্কর দাস,স্থানীয় বিজেপি কর্মী।নিজস্ব চিত্র
the complaint about arrested bjp leader
গোপাল দাস,স্থানীয় বিজেপি কর্মী।নিজস্ব চিত্র

কেন,কি কারণে এই গ্রেফতার তার কোনো সদুত্তর পাওয়া যায়নি কোনও পক্ষ থেকেই।জানা গেছে উমেশ দাস এবং জয়দেব দত্তের বিরুদ্ধে ৪১৯/ ৪২০/ ৪০৬/ ৪৬৭/ ৪৬৮, ৩৪ আইপিসি ধারায় মামলা দায়ের করে বাঁকুড়া থানার পুলিশ মহেশতলা থানা থেকে নিয়ে গিয়েছে। তবে কার অভিযোগের ভিত্তিতে এই ধারায় মামলা হয়েছে তার কোন সদুত্তর এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ স্থানীয় বিজেপি নেতার হোটেলে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

the complaint about arrested bjp leader
ধৃত উমেশ দাস,ফাইল চিত্র

বাঁকুড়ার এসপির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন,তারপরে উনি এই প্রসঙ্গে কিছু বলতে পারবেন।বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ মহেশতলা থানার সামনে।

এক দিন পরেই সপ্তম দফার ভোট গ্রহণ শুরু তার আগেই পর্যবেক্ষক সহ পর্যবেক্ষককে গ্রেফতার রাজনৈতিক দুরভিসন্ধিমূলক বলেই মনে করছে বিজেপি নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here