সুদীপ পাল, বর্ধমানঃ
কলকাতার সংস্কৃত কলেজের ভাষাবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র দেবাঞ্জন বল্লভ। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে নিগ্রহের ঘটনায় তাঁর নাম সামনে এসেছিল।
প্রায় তিন বছর ধরে কলকাতায় রয়েছেন দেবাঞ্জন। গতকাল বর্ধমান থানায় তিনি অভিযোগ করেন, তিনি ও তাঁর বান্ধবী সন্ধ্যায় আলিশা বাসস্ট্যান্ড থেকে কলকাতায় ফেরার জন্য বাসে চেপেছিলেন।
বাস ছাড়ার আগে কয়েকজন এসে বাস থেকে টেনে নামিয়ে তাঁদের ওপর হামলা চালায়। বাবুল সুপ্রিয়কে নিগ্রহের প্রসঙ্গ তুলে দেখে নেওয়ার হুমকি দেয় বলে দাবি দেবাঞ্জনের। এই ঘটনার পর থেকেই বর্ধমানের চাপানউতোর শুরু হয়েছে।
আরও পড়ুনঃ সিতাইয়ে বিজেপির কর্মী বৈঠকে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দেবাঞ্জন অভিযোগ করেছেন, বিজেপি, আরএসএস এবং এবিভিপি লোকজনই তাঁকে হামলা করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবিভিপি পূর্ব বর্ধমান জেলা সভাপতি অনিরুদ্ধ বিশ্বাস।
প্রসঙ্গত উল্লেখ্য, বাবুল সুপ্রিয় নিগ্রহ ঘটনার পর দেবাঞ্জনের নাম সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দেবাঞ্জনের ক্যান্সার আক্রান্ত মাকে বাবুল সুপ্রিয় আশ্বাস দিয়েছিলেন যে তিনি ছেলের কোন ক্ষতি করবেন না। বিজেপি অবশ্য দেবাঞ্জনের অভিযোগ মানেননি। ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটিয়ে এবিভিপিকে দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেন বাবুল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584