পিয়ালী দাস,বীরভূমঃ
পাওনাদারকে টাকা না দেওয়ায় বিজেপির ব্লক কমিটির সদস্যকে মারধর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের পাঁরুই থানার ডোমাইপুর গ্রামে।
খবর পেয়ে ঘটনারস্থলে পৌঁছায় পুলিশ,যদিও ঘটনার লিখিত অভিযোগ দায়ের করতে নারাজ ওই বিজেপি কর্মীর পরিবারের লোকজনেরা।ওই বিজেপি কর্মীর মায়ের দাবি রাজনৈতিক কোনো কারণে তাদের উপর হামলা চালানো হয়নি।তার মা জানেন ছেলে কাপড়ের দোকানে ঋণে কাপড় কিনে ছিল ছেলে, বেশ কিছুদিন আগে বারবার টাকা শোধ করতে বলছিল পাওনাদার।
আরও পড়ুন: সংবাদমাধ্যমকে দোষারোপ করে ভোলবদল বিজেপিতে যোগদেওয়া অশোক ভাইপোর
কিন্তু টাকার অভাবে শোধ করা হয়নি সেই ঋণ,সে কারণেই গতকাল রাত্রে কয়েক জন দুষ্কৃতী আসে এবং তাদের বাড়ি ও সাইকেলের দোকানে ভাঙচুর চালায়।ছেলে কেউ মারধর করা হয়েছে বলে অভিযোগ। যদিও বিজেপির ব্লক কমিটির সদস্য নকুল বাগদী বাড়িতে নেই।নকুল বাগদির বাবা জানান নাতনি অসুস্থ সে কারণেই হাসপাতালে রয়েছেন নকুল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বীরভূমের পাঁরুই থানার ডোমাইপুর গ্রামের বাসিন্দা নকুল বাদগী,সে পেশয় একটি সাইকেল মিস্ত্রি।অভিযোগ গতকাল সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে আসে এবং তাকে মারধর করে।
এমনকি গ্রামের মোড়ে থাকা তার সাইকেল দোকান ভাঙচুর চালাই।এরপরই খবর পেয়ে সোমবার সকালে ঘটনারস্থলে পৌঁছায় পাঁরুই থানার পুলিশ ।ঘটনার জেড়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পারুই থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584