ছাপ্পার অভিযোগে ডিসি/আরসিতে ধর্ণায় বিজেপি প্রার্থী

0
179

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

the complaint about chappa vote
নিজস্ব চিত্র

ভোট শেষ হতেই ছাপ্পা ও রিগিংয়ের অভিযোগ তুলে ধর্নায় বসল বিজেপি।আজ সন্ধ্যায় কোচবিহার গুঞ্জবাড়ি এলাকায় পলেটেকনিক কলেজে ডিসি/আরসির সামনে ধর্নায় বসেন দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিক সহ বিজেপি নেতা কর্মীরা।

the complaint about chappa vote
প্রার্থীর দেহরক্ষীর সাথে কর্তব্যরত পুলিশের ধাক্কাধাক্কি।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিকল ইভিএম,চক্রান্তের গন্ধ পাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

কিছুক্ষণের মধ্যে ওই ডিসি আরসিতে ভোট কর্মীরা ফিরতে শুরু করবেন। তার আগে সেখানে বিজেপি ধর্নাতে বসে যাওয়ায় গণ্ডগোলের সৃষ্টি হতে পারে আশঙ্কা তৈরি হয়েছে জেলা নির্বাচন আধিকারিকদের মধ্যে।কথায় কাজ হলে পুলিশ দিয়ে তাঁদের তুলে দেওয়া হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে।

the complaint about chappa vote
নিজস্ব চিত্র

অন্যদিকে তৃণমূল কংগ্রেস ওই ধর্নার পিছনে ইভিএম লুট করার চক্রান্ত হতে পারে বলে মনে করছে।তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী বলেন, “দিনহাটায় একটি বুথে বিজেপি ইতিমধ্যেই ইভিএম ভাঙচুর করেছে।এখন ডিসি/আরসিতে ইভিএম ঢুকবে, তার আগে কেন এসব গুরুত্ব দেওয়া হচ্ছে।

এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরাও ছেড়ে কথা বলবো না।” বিজেপি নেতৃত্ব অবশ্য আগে থেকেই বলে আসছে কোচবিহারে ভোটে ব্যাপক ছাপ্পা ও রিগিং হয়েছে। তার জন্য ইতিমধ্যেই অভিযোগও জানিয়েছে তারা। বেশ কিছু আসনে রিপোলের দাবী করা হয়েছে। সেই দাবিতেই তাঁদের ওই আন্দোলন বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here