সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ ব্লকের ভেদিয়া ও ভাল্কি পঞ্চায়েতে স্মারকলিপি জমা দিল বিজেপি আউসগ্রাম মণ্ডল কমিটির সভাপতি স্মৃতিকান্ত মন্ডলের দাবি একশো দিনের কাজ, রাস্তা নির্মাণ প্রভৃতি কাজে দুর্নীতি হয়েছে।
তিনি বলেন, প্রতিটি সংসদের জন্য বিজেপির তরফে একজন করে প্রতিনিধির নাম পঞ্চায়েত প্রধানের কাছে দেওয়া হয়েছে। তাদের জানিয়ে তবেই পঞ্চায়েতের কাজ করার দাবী জানানো হয়েছে।
আরও পড়ুনঃ প্রধান শিক্ষকের দুর্নীতিতে সরব অভিভাবকরা
যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান লক্ষী হেমব্রম। তিনি বলেন, দাবিগুলি কর্তৃপক্ষের নজরে আনা হবে। একদিকে দুর্নীতির অভিযোগে স্মারকলিপি জমা দেওয়া হলেও অন্যদিকে গোলসি ২ ব্লকের গোহগ্রাম পঞ্চায়েতের গরম্বায় তৃণমূলের শহীদ বেদী দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। দামোদর বাঁধের উপর তৃণমূলের পার্টি অফিস।
পার্টি অফিসের শহীদ বেদীতে তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়া হয়। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর ব্যানার টাঙানো হয়।
তৃণমূলের গোহগ্রাম অঞ্চলের কার্যকরী সভাপতি দুলাল বিশ্বাসের অভিযোগ, বিজেপির স্থানীয় নেতাদের নেতৃত্বে এই সব কাজ হচ্ছে যদিও। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
স্থানীয় বিজেপি নেতা রসরাজ পোদ্দারের বক্তব্য, তৃণমূলের শহীদ বেদী যেখানে ছিল সেটি অন্যের জায়গা। তিনি জমি দখল নেওয়ার জন্য বিজেপির পতাকা ঝুলিয়ে দিয়েছেন। বিজেপির পক্ষ থেকে তাদের সেই পতাকা খুলে দিতে বলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584