পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
প্রধান সরকারী টাকা আত্মসাৎ করেছে বলে প্রধান শিক্ষিকার আনা অভিযোগের বিরুদ্ধে চোপড়া গ্রাম পঞ্চায়েতের সত্যতা প্রমাণের নোটিশে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
পাশাপাশি নোটিশে পঞ্চায়েত প্রধানের তরফে প্রধান শিক্ষিকাকে মানহানির হুমকিতে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ২০১৭-১৮ সালের তৎকালীন চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের মহম্মদ হানিফের বিরুদ্ধে সরকারী টাকা আত্মসাতের অভিযোগ এনে স্থানীয় ব্লক প্রশাসনের পরিচালিত কন্যাশ্রী দিবস অনুষ্ঠান বয়কট করেছিল চোপড়া উচ্চ বালিকা বিদ্যালয়।
ওই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার চোপড়া গ্রাম পঞ্চায়েত সাংবাদিক সম্মেলন করে। এদিনের সাংবাদিক সম্মেলনে বর্তমান প্রধান করন মার্ডি, প্রাক্তন প্রধান মহম্মদ হানিফ এবং শিল্প পরিকাঠামো সঞ্চালক হাসান কামাল রানা হাজির হয়ে জানান, সংবাদ মাধ্যমে চোপড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সরকারী আর্থিক আত্মসাতের চোপড়া গার্লসের প্রধান শিক্ষিকার অভিযোগ জানতে পেরে তাঁরা প্রধান শিক্ষিকাকে পঞ্চায়েতের তরফে আগামী সাত দিনের মধ্যে অভিযোগের সত্যতার তথ্য প্রমাণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রধান শিক্ষিকা যদি অভিযোগ সত্য প্রমাণিত না করতে পারেন তাহলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলাও করা হবে।
এছাড়াও চোপড়া গ্রাম পঞ্চায়েতের তরফে ২০১৭-১৮ সালের বিভিন্ন নথি পরীক্ষা করে দেখে তাঁরা জানান যে, চোপড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি সাইকেল স্ট্যান্ড করার পরিকল্পনার মধ্যে রাখা হয়েছিল।
আরও পড়ুনঃ স্কুলে দূর্নীতি ও রাজনীতির অভিযোগ জানিয়ে ডেপুটেশন অভিভাবকদের
এরকম বেশকিছু প্রকল্প পরিকল্পনার মধ্যে ছিল। পরিকল্পনার তালিকায় থাকার মানে এটা নয় যে কেউ সেই প্রকল্পের টাকা আত্মসাৎ করে নিয়েছে। আসলে উনি দীর্ঘদিন ধরে বাম সংগঠন করে আসছেন তাই তৃণমূলের উন্নয়ন ঠিক সইছে না।
এদিকে চোপড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা সাহা বলেন, গ্রাম পঞ্চায়েতের নোটিশের জবাব অবশ্যই দেব তবে মানহানির মামলার বিষয় একপ্রকার হুমকিই দেওয়া হয়েছে বলে মনে করছি। আমি বিদ্যালয়ের পাশাপাশি মেয়েদের উন্নয়নের কথা বলেছি নিজের জন্য কিছু চাইনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584