তৃণমূল কর্মীকে আটকে রাখার অভিযোগ,পথ অবরোধ বিজেপির

0
40

সুদীপ পাল,বর্ধমানঃ

complaint about holding tmc | newsfront.co
নিজস্ব চিত্র

এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত একজনকে বিজেপি আটকে রেখেছে বলে প্রথমে অভিযোগ ওঠে আউশগ্রামে। আর তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

আউসগ্রামের অমরপুরে মোটর বাইক মিছিল করেছিল তৃণমূল। সেখান থেকে তৃণমূল কর্মীরা কটু কথা বলেন বলে অভিযোগ বিজেপির। এরপর এই মিছিলে থাকা একজনকে গতকাল অর্থাৎ রবিবার সকালে বিজেপির নেতৃত্বে স্থানীয় মৌখিরা গ্রামের বাসিন্দারা আটকে রাখেন বলে অভিযোগ।

তৃণমূলের আউসগ্রাম ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ এই অভিযোগ করেছেন। যদিও আউসগ্রামের ৫২ নম্বর মন্ডল সভাপতি দেবব্রত মন্ডল এই অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুনঃ তৃণমূল পঞ্চায়েতের দূর্নীতির প্রতিবাদে পথ অবরোধ,উত্তেজনা এলাকায়

এলাকায় বিজেপি কর্মী ও এলাকাবাসীর একাংশ তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ তোলেন পুলিশের সামনে।

অবশেষে প্রয়োজনীয় আশ্বাস দিয়ে পুলিশ আটক ব্যক্তিকে উদ্ধার করে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য পরামর্শ দেওয়া হয়।

কিন্তু বিজেপি কর্মীদের বক্তব্য,কোনো আলোচনা বা সদর্থক পদক্ষেপ নেওয়া হচ্ছে না দেখেই আউশগ্রাম ইলামবাজার রাস্তা ঘন্টাখানেক ধরে অবরোধ করা হয়।

বিজেপি নেতা দেবব্রতবাবুর অভিযোগ,পুলিশের প্রস্তাবিত আলোচনায় তৃণমূল আসেনি।
তাই সন্ত্রাস বন্ধের দাবিতে এই অবরোধ করা হয়।

সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা রামকৃষ্ণবাবু।বিজেপির দিকে আঙুল তুলে তিনি বলেন, বিজেপি সন্ত্রাসের পরিবেশ তৈরি করে সন্ত্রাস করছে।

দেবব্রতবাবুর অভিযোগ, অবরোধ চলাকালীন পুলিশের লাঠির ঘায়ে জখম হন দলের কয়েকজন বিজেপি কর্মী।পূর্ব বর্ধমানের ডিএসপি (ডিএনটি) অরিজিৎ পাল চৌধুরী বলেন, পুলিশ লাঠি চালায় নি।পথ অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়।পাঁচজন অবরোধকারীকে আটক করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here