রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
কাটমানির টাকা ফেরতের দাবিতে উত্তাল বঙ্গ।এদিন আইবিএস প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের উপ-প্রধানের বিরুদ্ধে।ঘটনা মুর্শিদাবাদ জেলার।অভিযুক্ত উপপ্রধানের নাম অসীম সরকার।তিনি মুর্শিদাবাদের সাগরদীঘির মনিগ্রাম গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি।
তাঁর বিরুদ্ধে অভিযোগ,মণিরুল সেকের পরিবারের কাছ থেকে অসীম সরকার আইবিএস প্রকল্পের মাধ্যমে ২৭০০টাকা কাটমানি নিয়েছেন।
এছাড়াও চাঁদপাড়া গ্রামের আরো অনেকে বাসিন্দার কাছ থেকে তিনি টাকা আদায় করেছেন বলে অভিযোগ।আর এই নিয়ে স্বভাবতই ভীষণ ক্ষুব্ধ এলাকার মানুষ।
আরও পড়ুনঃ কাটমানি ইস্যুতে জেলা শাসকের কাছে অভিযোগ বাসিন্দাদের
তারা এই কাটমানির টাকা ফেরতের দাবি জানিয়েছেন।এদিকে এই অভিযোগের ভিত্তিতে উপপ্রধান অসীম সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথমে কাটমানি নেওয়ার কথা অস্বীকার করেন। তবে পরবর্তীতে চাপে পড়ে টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের এই অঞ্চল সভাপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584