কাটমানি নেওয়ার অভিযোগে কাউন্সিলরের ভাইকে জুতোর মালা

0
111

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

চাকরি দেওয়ার নাম করে এলাকার যুবক যুবতীর কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে।

bjp leader | newsfront.co
স্থানীয় বিজেপি নেতা।নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকায়। এলাকা সূত্রে জানা গেছে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরির খুড়তুতো ভাই কাঞ্চন গিরি।

এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন কেটে গেল এলাকার কোন যুবক-যুবতী চাকুরী দিতে পারেনি অভিযুক্ত কাঞ্চন গিরি।এরপর পূর্ব মেদিনীপুর জেলার মরিশদা থানা এলাকায় শনিবার দুপুর নাগাদ অভিযুক্তকে পাকড়াও করে জুতোর মালা পরিয়ে গোটা এলাকায় ঘোরানো হয়েছে।

সংবাদ চিত্র

সেই ভিডিও ভাইরাল হতেই এই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়,এই ভিডিও ফুটেজের লক্ষ্য করা গেছে একজন ব্যক্তি তাকে প্রশ্ন করছে কত টাকা নিয়েছ?

অভিযুক্ত দিক থেকে আসা প্রশ্নের উত্তর আসে ‘৯ থেকে ১ লক্ষ টাকা নিয়েছি,’এরপর আবার অভিযুক্তকে জানানো হয় টাকার পরিমান আরও বেশি এক থেকে দেড় কোটি টাকা,এরপর অভিযুক্তর বক্তব্য আমাকে সময় দিলে সব টাকা ফেরত দিয়ে দেব,যদিও কার মদতে এই টাকা তোলা হয়েছে সে বিষয়ে কিছু তথ্য উঠে আসেনি,

আরও পড়ুনঃ তুফানগঞ্জে ফের কাটমানির টাকা ফেরৎ তৃনমূল নেতার

tmc leader | newsfront.co
কনিষ্ক পন্ডা,তৃণমূল নেতা।নিজস্ব চিত্র

যদিও এ ব্যাপারে কাঁথি তৃণমূল নেতা কনিষ্ক পন্ডা জানান, “প্রথম কথা হচ্ছে ও কাউন্সিলর এর কোন ভাই নয়,দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূলের নাম করে কেউ যদি অন্যায় করে সেই দায় আমাদের নয়,

কেউ ভেসে গিয়ে সে সিপিএমের লোক হোক বা বিজেপির লোক হোক এরা বাঁচার জন্য তৃণমূলের নাম করছে। আসল কথা হলো এরা কেউ তৃণমূল করে না বা তৃণমূলের সঙ্গে জড়িত নয়,কেউ যদি চাকরির নাম করে প্রতারণা করে তার দায় ব্যক্তির তৃণমূলের নয়।”

অন্যদিকে এলাকার বিজেপি নেতা বলেন দিদির ভাইয়েরা এত কাটমানি খেয়েছে সব বদহজম হয়ে গেছে, মানুষ এখন জেগে গেছে তাই রাস্তায় বেরালে সাধারণ মানুষ তাদের বলছে হলে কাটমানি ফেরত দাও না হলে এরকম ভাবেই জুতোর মালা পরিয়ে মানুষ ঘোরাবে,এমনই বক্তব্য দেন এলাকার বিজেপি নেতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here