সিমা পুরকাইত,দক্ষিন২৪ পরগনাঃ
ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রেমিকার আপত্তিকর ছবি সহ স্ট্যাটাস পোস্ট করার অভিযোগ দায়ের হল সোনারপুর থানায়।অভিযুক্ত যুবক রাজু গায়েন মথুরাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।তবে ব্যাঙ্গালোরে কোন একটি হাসাপাতালে বর্তমানে সে কর্মরত।সাইবার আক্রমণের শিকার কিশোরী সোনারপুরের বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্রী।
ঘটনার প্রকাশ এই যে,এক বছর পূর্বে এক বান্ধীর মাধ্যম দিয়ে আক্রান্ত কিশোরীর পরিচয় হয় রাজুর সাথে।তাদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে।পরে,সম্পর্কের অবনতিতে সে সম্পর্ক ভেঙে যাওয়ার পরই অভিযুক্ত যুবক এই ধরনের ঘটনা ঘটাতে শুরু করে।
আক্রান্ত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত রাজুর সাথে যোগাযোগ করে এই ধরনের অসম্মানজনক কাজ করতে নিষেধ করা হলে,সে পালটা হুমকি দেয়।এমন কি নিজেকে সে বিধায়কের ছেলে বলে পরিচয় দিয়ে জানায় যে,বাড়ির অনান্য মহিলাদের ছবি নিয়ে সে এই ধরনের পোস্ট করে দেবে।থানায় অভিযোগ দায়ের করার পর আক্রান্ত কিশোরীর বোনের ছবি দিয়েও এই ধরনের পোস্ট করে।
আরও পড়ুনঃ প্রেমিকের গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ প্রেমিকার আত্মীয়দের বিরুদ্ধে
আক্রান্ত কিশোরীর বাবা নিউজফ্রন্ট প্রতিনিধিকে জানান যে,তার বড় মেয়ে পড়াশুনোয় ভালো কিন্তু এই ধরনের ক্রিয়া কলাপের চাপে লজ্জায় সে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিতে যেতে পারল না।
পুলিশ সূত্রে জানা গেছে যে,সোনারপুর থানায় লিখিত অভিযোগের পাশাপাশি আক্রান্ত পরিবারকে জেলার সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।আক্রান্ত পড়ুয়ার পরিবার বারুইপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584