পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ কর্মাধ্যক্ষের

0
81

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

complaint about president of panchayat | newsfront.co
নিজস্ব চিত্র

হিসাব বর্হিভূত সম্পত্তি রাখার অভিযোগ উঠলো পঞ্চায়েত সমিতির সভাপতি বিরুদ্ধে।প্রতিবাদে পদ ছাড়তে চেয়ে শুভেন্দু অধিকারীকে চিঠি খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মনের।

complaint about president of panchayat | newsfront.co
নিজস্ব চিত্র
complaint about president of panchayat | newsfront.co
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি দিবাকর জানার ও প্রাক্তন সভাপতি তথা দিবাকর জানার স্ত্রী বর্তমান জেলা পরিষদের সদস্য তনুশ্রী জানা কোটি কোটি টাকার সম্পত্তি কি ভাবে হলো দলীয় ভাবে তা তদন্ত করা হোক।জয়দেব বর্মনের অভিযোগ দিবাকর জানা ও তার স্ত্রী তনুশ্রী জানা দল ও পদের বলে কাটমানি খেয়ে টাকা জমিয়েছে।তমলুক মেছেদা রাজ্য সড়কের ধারে বিশাল বড় গেস্ট হাউস বানিয়েছে।

আরও পড়ুনঃ আর্থিক দূর্নীতির অভিযোগে ক্ষোভের মুখে স্থানীয় তৃণমূল নেতা

কয়েক বছরের মধ্যে এই ভাবে সম্পত্তি হওয়ায় সাধারণ মানুষের কাছে গ্রহণ যোগ্যতা কমে গেছে। পাশাপাশি ভোট বাক্সেও তার প্রভাব পড়েছে। এক সাধারণ নেতার এই ভাবে প্রতিপত্তি মেনে নিতে পারেনি মানুষ।

জয়দেব বর্মন জানান নৈতিক ভাবে এই কাজে সমর্থন না থাকায় দলের সব দায়িত্ব ও কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগের জন্য জেলা সভাপতি শিশির অধিকারী ও মন্ত্রী শুভেন্দু অধিকারীকে লিখিত ভাবে জানিয়েছেন তিনি।এলাকার ভন্ড প্রতাপশালী নেতা হিসেবে পরিচিত দিবাকর বাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here