পিয়া গুপ্তা,ইসলামপুরঃ
স্কুলে ক্রিকেট খেলার সময় হঠাৎই এক ছাত্রের খেলার ব্যাট লেগে এক ছাত্রী গুরুতর জখম হয়।এই খবর জানা জানি হতেই জখম আদিবাসী সম্প্রদায়ের ছাত্রীর সম্প্রদায়ের মানুষেরা স্কুলে ঢুকে সদলবলে হামলা চালায় বলে অভিযোগ।
জানা যায় গোয়াল পোখরের নন্দঝার হাই স্কুলে গতকাল স্কুলে ছাত্ররা খেলার সময় তাঁদের হাত থেকে ব্যাট ছুটে গিয়ে এক ছাত্রীর মাথায় লেগে গুরুতর জখম হয় বলে স্কুল সূত্রে জানা গিয়েছে।এই ঘটনার পর শনিবার দুপুরে
সদল বলে স্কুলে ঢুকে ওই ছাত্রীদের পরিবার ও প্রতিবেশীরা পুলিশের উপস্থিতিতে স্কুলে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বামপ্রার্থীর প্রচার সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মারধোর সহ জুতো পেটা করা হলেও পুলিশের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ উঠেছে।ঘটনার জেরে তীব্র আতঙ্কিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিরাপত্তার অভাব বোধ করায় আগামী সোমবার থেকে স্কুলে সুস্থ পরিবেশ না ফেরা পর্যন্ত ও নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত স্কুল বয়কটের ডাক দিয়েছেন।
অপরদিকে ছাত্রীকে মারধোর করা হয়েছে বলে দাবী ক্ষুব্ধ আদিবাসী সম্প্রদায়ের।আদিবাসী সম্প্রদায়ের পক্ষে নরেশ হাঁসদা আমাদের প্রতিনিধিকে জানান যে,শিক্ষকদের উদাসীনতার ফলেই এই ঘটনা ঘটেছে।তবে পুলিশের উপস্থিতিতে স্কুলে প্রায় দেড় ঘন্টা ধরে তান্ডব চললেও পুলিশের নির্বিকার থাকা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584