সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নং ব্লকের গলিগ্রাম সমবায় সমিতির বিরুদ্ধে অভিযোগ তুললেন স্থানীয়রা। অভিযোগের মূল কারণ, সমবায় সমিতিতে সহায়ক মূল্যে ধান দেওয়া হয়েছে অথচ সময় মতো টাকা মেলেনি।অনেকে টাকা পেয়ে গেলেও এখনো কুড়িজন চাষী ধান বিক্রির টাকা পাননি। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনে জানানো হলেও কোনো রকম সুরাহা হয়নি।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীদের মারধর,অভিযোগের তীর তৃনমূলের দিকে
ধৈর্যের বাঁধ ভেঙেছে তাঁদের। তাঁরা বলেন,জানুয়ারি মাসে ধান বিক্রি করেছেন সমবায়ে অথচ এতদিন পরেও কোন রকম টাকা তাঁরা পাচ্ছেন না। সমবায় সমিতির কর্তারা তাঁদের সাথে সঠিক ভাবে সহায়তা করছেন না।মোট ২০ জন চাষি সরকারি সহায়ক মুল্যে আনুমানিক ৮০০ বস্তা ধান বিক্রি করেছিলেন ৫ ও ৬ জানুয়ারি।যার আনুমানিক মুল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা। চাষীদের অভিযোগ,ঋণ নিয়ে চাষ করেছিলেন এখন সমবায় টাকা না দেওয়াতে সেই ঋনের বোঝাও বাড়ছে এবং সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584