শিক্ষাবন্ধুর বিরুদ্ধে উঠল কাঠচুরির অভিযোগ, ক্ষুব্ধ গ্রামবাসী

0
30

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

the complaint about wood stolen | newsfront.co
নিজস্ব চিত্র

রায়দীঘিতে লাগাতার স্কুলে চুরির ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। গত কয়েক মাসে তিনটি স্কুলে চুরির পর এলাকার মানুষজন আতঙ্কিত। আজ জটা নগেন্দ্রপুর স্কুলে কাঠচুরির অভিযোগ তুলে শিক্ষাবন্ধুকে ঘেরাও করল স্থানীয় জণগণ।

the complaint about wood stolen | newsfront.co
নিজস্ব চিত্র

স্কুল ছুটি থাকার সুযোগ নিয়ে শিক্ষাবন্ধু স্কুলের চেরাই করা কাঠ নিয়ে বাড়ি পালাচ্ছিল বলে অভিযোগ। তবে প্রথমে অস্বীকার করলেও পরে সেটি স্কুলের কাঠ বলে স্বীকার করেন তিনি। তখন কাঠগুলিকে গ্রামবাসীরা আটক করে বিক্ষোভ দেখাতে থাকে।

আরও পড়ুনঃ দুটি মোবাইল দোকানে চুরি আলিপুরদুয়ারে

the complaint about wood stolen | newsfront.co
জগদীশ হালদার, অভিযোগকারী স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় নিমাই। তবে কাঠগুলি ঘিরে ধরে এখনও বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি ঘটনার তদন্ত হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here