সুদীপ পাল, বর্ধমানঃ
মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীতে ‘গান্ধী সংকল্পযাত্রা’ কর্মসূচি নিয়েছে বিজেপি। দলের কর্মসূচি মেনে রবিবার বর্ধমানের ভাতারে রোড শো করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরেন্দ্র সিংহ আহ্লুয়ালিয়া।
বিজেপির পূর্ব বর্ধমান (সদর) সভাপতি সন্দীপ নন্দী-সহ অন্যান্য নেতারা সাংসদের সাথে উপস্থিত ছিলেন। ভাতারের এই সংকল্প যাত্রার মধ্যেই দলের অন্তর্কলহ প্রাকশ্যে এল।
ভাতারের ওরগ্রাম হাটতলা বিজেপির এক নেতাকে ঘিরে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীরা। বিজেপির ভাতার ৩২ নম্বর মন্ডল সভাপতি কৃষ্ণদাস সিংহকে চূড়ান্ত গালিগালাজের পাশাপাশি তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ উঠেছে।
জানা যায়, ভাতারের ওড়্গ্রাম থেকে পদযাত্রা শুরু করেন সাংসদ। প্রথমে ঝর্ণা কলোনীতে আসেন। পরে সেখান থেকে ভাতার বাজারে যান।
ঘটনার সূত্রপাত ঘটে সাংসদ ওড়গ্রাম থেকে ভাতারের উদ্দেশ্যে চলে এলে। বিজেপির ৩২ নম্বর মন্ডল সভাপতি কৃষ্ণদাস সিংহ কর্মীদের নিয়ে অপেক্ষা করছিলেন।
আরও পড়ুনঃ বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে খুন নানুরের সিপিএম নেতা
কর্মীদের মধ্যে তিনি প্রচার করেন সাংসদ পথসভা করবেন হাটতলায়। কিন্তু তা না করে তিনি চলে যাওয়ায় অপেক্ষারত বিজেপি কর্মীরা কৃষ্ণদাসকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন মিথ্যে প্রচার করেছেন কৃষ্ণদাসবাবু সে প্রশ্ন তুলতে থাকেন কর্মীরা।
বেশ কিছুদিন ধরে এই অঞ্চলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চাপান-উতোর চলছিল। অবশেষে প্রকাশ্যে ঝামেলা বাধল রবিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584