গ্রামের জায়গা দখল করে বিক্রির অভিযোগ প্রধানের বিরুদ্ধে

0
59

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

the complaint against head of the village
নিজস্ব চিত্র

গ্রামের জায়গা দখল করে বিক্রি করার অভিযোগ উঠলো অঞ্চল প্রধান ও স্বামীর বিরুদ্ধে।আর সেই নিয়েই উত্তেজনা এলাকায়।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/২ নং অঞ্চলের তুড়িয়া গ্রামে।গ্রামবাসীদের অভিযোগ বর্তমান ওই অঞ্চলের প্রধান কাজলী রায় ও স্বামী দেবব্রত রায় দীর্ঘ কয়েকবছর ধরে গ্রামের দুই একরের বেশী জায়গা ও পুকুর জোর করে নিজেদের দখলে রেখেছিল এমনটাই অভিযোগ করছে গ্রামের মানুষজন। মাপঝোপ একদিকে আর একশো দিনের কাজ একদিকে ভলছিল।উভয় উভয় পক্ষকে বাধা দিতেই শুরু হয় উত্তেজনা। উত্তেজনা এড়াতে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।গ্রামবাসীদের অভিযোগ গ্রামের জায়গার ব্যাপারে কিছু বলতে গেলেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। হুমকি দেয়।এই মুহুর্তে মাপঝোপ চলছে।আমরা চাই যে সমস্ত মিথ্যা মামলা করা হয়েছে সেগুলো তুলে দেওয়া হোক। অপরদিকে অঞ্চল প্রধান কাজলী রায় ও তৃনমুল নেতা বলরাম পাল জানান আজকে একশো দিনের কাজ চলছিল।সেই সময় বেশ কিছু লোকজন এসে কাজ করা লোকজন ও সরকারী আধিকারীককে মারধর করে।আমরা কোনো মাপ ঝোপে বাধা দেইনি।পুরোটাই বিজেপি এবং সিপিএমের পরিকল্পনা।ওদের অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন।আমরা থানায় লিখিত অভিযোগ জানাবো।

the complaint against head of the village | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুন: প্রকল্প উদ্বোধন রবীন্দ্রনাথের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here