রাতের অন্ধকারে দখল দেওয়ালে লিখে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
112

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

The complaint against TMC to write on wall
নিজস্ব চিত্র

রাতের অন্ধকারেই দেওয়াল দখল হয়ে যাচ্ছে।যে দেওয়াল বিরোধীরা রেখে দিয়েছিল সেই দেওয়াল গুলোই দখল করে নিচ্ছে শাসক দল।ফলে ক্ষোভ জমছে বিরোধীদের মধ্যে।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় এখন চোখ ঘোরালেই দেখা যাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন।তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের নামে প্রচুর দেওয়াল লেখা হয়েছে।কিন্তু সেই তুলনায় বাম, বিজেপি বা কংগ্রেসের দেওয়াল লিখনের সংখ্যা যথেষ্টই কম।

আর এই বিষয়টি নিয়েই জেলার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।বিরোধীদের একটি বড় অংশের দাবি,শাসকদল অনেক জায়গায় তাদের দেওয়াল দখল করে নিয়েছে। সেই কারণেই এই সমস্যা দেখা দিয়েছে।বামেরা আবার দেওয়াল লেখার শিল্পী না পেয়ে সমস্যায় পড়েছে।তাই তারা তাদের কর্মীদের এবার দেওয়াল লিখনের কাজে নামাবে।তবে এই দু’দলই অভিযোগ তুলেছে যে,তাদের নির্দিষ্ট করে রাখা দেওয়াল শাসকদল দখল করে নিয়েছে।তাদের দাবি, এই বিষয়ে তারা কমিশনে অভিযোগও জানিয়েছে।

আরও পড়ুনঃ পাতিনায় রোড শো তৃণমূল প্রার্থীর,কটাক্ষ বিরোধীদের

যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে বিরোধীদের আনা অভিযোগে সরাসরি খারিজ করে দিয়েছে।উত্তর দিনাজপুর জেলা বিজেপি’র সভাপতি নির্মল দাম বলেন,আমাদের ঠিক করে রাখা দেওয়াল দখল হয়ে যাচ্ছে।শাসকদল রাতের অন্ধকারে ওসব দেওয়াল দখল করে নিচ্ছে। তারা আমাদের দখল করা দেওয়ালের ‘সাইড ফর’ অংশের ওপরে চুনকাম করে সেখানে লিখে দিচ্ছে।অনেক জায়গায় আবার ‘বিজ্ঞাপন মারিবেন না’লিখে দেওয়া হচ্ছে।আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি।

সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, অনেক জায়গায় আমরা দেওয়ালে সাদা রং করেছিলাম। বিরোধীরা তা দখল করে নিয়েছে।আমরা এই বিষয়ে কমিশনে অভিযোগ জানিয়েছি।তাছাড়া আমরা দেওয়াল লিখনের শিল্পীদের ঠিকমতো পাচ্ছি না।সেই কারণে আমাদের দলের কর্মীদের এই কাজে নামানো হচ্ছে।জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন,আমরা দেওয়ালে নয় মানুষের মনে রয়েছি।ফলে এসব নিয়ে বিশেষ ভাবছি না।আমরাও দেওয়াল লিখছি।কে বেশি দেওয়ালে লিখল কারা কম লিখল তা দিয়ে এবারের ভোটে কিছু যায় আসবে না। মানুষ সঠিক সময়ে সঠিক জবাব দিয়ে দেবে।

জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি পূর্ণেন্দু দে বলেন, বিজেপি অনেক পরে দেওয়াল লেখার কাজে নেমেছে।সেই কারণেই দেওয়াল লিখতে পারেনি। সিপিএমেরও একই অবস্থা। আমরা কোথাও কোনও দলকে দেওয়াল লিখতে বাধা দিইনি।কোনও দলের দেওয়াল দখলও করিনি। প্রচারে পিছিয়ে পড়ে ওরা এখন এসব ভিত্তিহীন কথা বলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here