মনিরুল হক,কোচবিহারঃ
বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায়ের সভা শুরুর আগেই সভা মঞ্চ ভাংচুরের অভিযোগ উঠল শাসকদল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে।যদিও তৃনমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃনমূল নেতৃত্ব।বামপ্রার্থী গোবিন্দ রায় অভিযোগ করে বলেন, এদিন রাতে দেওচরাই এলাকায় লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থীর সমর্থনে সেখানে এক কর্মীসভা হওয়ার কথা ছিল।
কিন্তু সেই সভা শুরুর আগেই শাসক দল তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পুলিশের উপস্থিতিতেই সেই সভা মঞ্চের ওপর হামলা চালায়।ভেঙে ফেলায় হয় সভামঞ্চ পাশপাশি সেখানে থাকা মাইক।এদিকে ওই এলাকায় এরকম ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে বেশ আতঙ্কের সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ প্রার্থী তৃণমূল বহিষ্কৃত নিশীথ,দলীয় কার্যালয়ে ভাঙচুর করে গণ ইস্তফার হুঁশিয়ারি বিজেপি কর্মীদের
বামপ্রার্থী গোবিন্দ রায় আরও বলেন,পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে আর পুলিশ নিরব দর্শকের ভুমিকা গ্রহণ করেছে।এদিকে পুলিশ সূত্রে জানা গেছে,এই ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।স্থানীয় তৃনমুলের অঞ্চল সভাপতি ফারুক মন্ডল,বামফ্রন্টের কোনও জনসমর্থন।নিজেরাই নিজেদের মঞ্চ ভাংচুর করে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে।সেখানে নির্বাচন কমিশনের লোক ছিল তাঁরা ভিডিও ফুটেজ করেছে।তাঁরা সেটা তদন্ত করে দেখুক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584