মনিরুল হক,কোচবিহারঃ
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কোচবিহার লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল কোচবিহার ১ নং ব্লক তৃনমূল কংগ্রেস কমিটি।আজ কোচবিহার ১ নম্বর ব্লক আধিকারিক তথা অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার গঙ্গা ছেত্রীকে ওই অভিযোগ করা হয়।ব্লক আধিকারিক বলেন, “অভিযোগ পেয়েছি।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্যে। ঘটনা সত্য হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ওই অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের কোচবিহার ১ নম্বর ব্লক সভাপতি খোকন মিয়াঁ বলেন, “আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কোচবিহার- দিনহাটা রোডে ঘুঘুমারী ও বিডিও অফিসের সামনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক দলীয় পতাকা সহ তাঁদের কর্মীদের নিয়ে রাস্তা আটকে রাখেন।
আরও পড়ুনঃ কোটি টাকার সম্পত্তি, এগারোটি মামলায় অভিযুক্ত বিজেপি প্রার্থী নিশীথের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক
ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। বিনা অনুমতিতে এভাবে জমায়েত করে নির্বাচন বিধিভঙ্গ করা হয়েছে। তাই আমরা অভিযোগ জানিয়েছি। দেখি কমিশন কি ব্যবস্থা গ্রহণ করে।”বিজেপির কোচবিহার জেলার মুখপাত্র উৎপল কান্তি দেব বলেন,“নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তৃনমূল এ ধরণের অভিযোগ করছে, যা ভিত্তিহীন। এদিন ওই পথে যখন যানজট হয়, সেই সময় নিশীথ প্রামাণিক উপস্থিত ছিলেন না। তবে আমাদের নেত্রী রুপা গাঙ্গুলি সেলিব্রেটি হওয়ায় বহু মানুষ তাঁকে দেখতে ভিড় জমান এবং সংবর্ধনাও দেন। এর ফলে কিছুটা যানজটের সৃষ্টি হলেও এটা কোনও ভাবেই নির্বাচনী বিধিভঙ্গ হয় না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584