নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশি যুবককের বিরুদ্ধে। গুরুতর জখম আবস্থায় ওই মহিলা বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। বুধবার রাতে মালদহের হব্বিপুর থানার কানর্তুকা কলাইবাড়ি বোরাইল গ্রামে ঘটনাটি ঘটেছে।ঘটনায় হব্বিপুর থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে হব্বিপুর থানার কানর্তুকা বোরাইল গ্রামের বাসিন্দা ওই মহিলার স্বামী ভিনরাজ্যের শ্রমিক।বাড়িতে দুই ছেলে মেয়েকে নিয়ে একা থাকত মহিলা।অভিযোগ বুধবার রাতে স্থানীয় প্রতিবেশি যুবক ওই মহিলার বাড়িতে যায়।লোহার রড দিয়ে মহিলাকে মারধোর করে।তার ছোট দুই ছেলে মেয়েকে ভয় দেখিয়ে অভিযুক্ত যুবক মহিলাকে তুলে নিয়ে যায় গ্রামের পাশে সরিষা খেতে।
আরও পড়ুনঃ নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ,ধৃত দুই
সেখানে ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার দুই সন্তান চিৎকার কান্না শুরু করলে ছুটে আসে প্রতিবেশিরা।সমস্ত ঘটনা শুনে মহিলার খোঁজ শুরু করে।গভীর রাতে বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে রক্তাক্ত অচৈতন্য আবস্থায় মহিলাকে উদ্ধার করে।তড়িঘড়ি তাকে বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।কিন্তু অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকেরা তাকে মালদা মেডিকেলে পাঠায়।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।ঘটনায় অভিযুক্ত যুবককের বিরুদ্ধে হব্বিপুর থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584